কলকাতা: বুধবার কলকাতার রাজপথে মিছিলের ডাক দিয়েছে বিজেপি। পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে অশান্তি ও হিংসার প্রতিবাদে আগামিকাল রাস্তায় নামার কথা বঙ্গ বিজেপির। কিন্তু মিছিলের ২৪ ঘণ্টা আগেই কর্মসূচি ঘিরে ধোঁয়াশা। সূত্রের খবর, আগামিকাল বিজেপির মিছিলের জন্য অনুমতি দেয়নি লালবাজার। আর এই নিয়েই নতুন করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে বাংলায়। কারণ, দু’দিন পরেই তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ। তার আগে বুধবার কলকাতার রাজপথে এই মিছিল থেকে শাসক দলের অস্বস্তি আরও বাড়ানোর চেষ্টায় বঙ্গ বিজেপি শিবির। কিন্তু কর্মসূচির চব্বিশ ঘণ্টা আগে জানা যাচ্ছে, অনুমতিই মেলেনি পুলিশের তরফে।
মিছিলের অনুমতি না পাওয়া নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য। পুলিশের এমন পদক্ষেপের নেপথ্যে রাজ্য সরকারের ‘প্রতিহিংসাপরায়ণতা’ ও ‘অসহিষ্ঞুতাকেই’ দেখছেন তিনি। বলছেন, ‘এই সরকার পশ্চিমবঙ্গের মানুষের জীবন -জীবিকা লুঠ করেছে। মানুষকে রক্তাক্ত, ক্ষত-বিক্ষত করেছে। দুটি প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। প্রান্তিক মানুষের নির্বাচনকে শবের উৎসবে পরিণত করেছে। প্রশাসনকে লুঠের হাতিয়ার বানিয়েছে।’ বেঙ্গালুরুর বিরোধী বৈঠককেও খোঁচা দিয়েছেন শমীক। বলছেন, ‘একদিকে বেঙ্গালুরুতে বৈঠক করছে, আর পশ্চিমবঙ্গে মানুষের প্রতিবাদকে বাজেয়াপ্ত করছে।’
তবে পুলিশের অনুমতি না থাকলেও মিছিল হবেই, হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিজেপি মুখপাত্র। তাঁর বক্তব্য, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ করা, মিটিং-মিছিল করা রাজনৈতিক দলের অধিকার। তাই মিছিল মিছিলের মতো চলবে। পুলিশ তো আটকানোর চেষ্টা করবেই। পুলিশ ব্যারিকেড করবে, আমরা ব্যারিকেড ভাঙব। এভাবেই রাজনৈতিক আন্দোলন চলে।’
উল্লেখ্য, আগামিকাল কলকাতার রাজপথে এক বিশাল মিছিলের জন্য প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হওয়ার কথা। রাজ্যস্তরের প্রথম সারির নেতাদের পা মেলানোর কথা মিছিলে। এখন দেখার পুলিশি অনুমতি না থাকায়, মিছিল ঘিরে কেমন প্রভাব পড়ে শহরে।