SSC Recruitment Scam: ভুয়ো প্রার্থীদের সংখ্যাটা আসলে কত? ১৬ নভেম্বর আদালতে জমা পড়বে রিপোর্ট
SSC Recruitment Scam: জানা যাচ্ছে, ভুয়ো নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিবিআই ইতিমধ্যে হাইকোর্টে যে ডেটা জমা দিয়েছে, তার সঙ্গে এসএসসির দেওয়া তালিকা মিলিয়ে দেখা হবে।

কলকাতা: একদিকে, সল্টলেকে চাকরির দাবিতে আমরণ অনশনে বসেছেন চাকরিপ্রার্থীরা, তখন ভুয়ো নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশে এসএসসি দফতরে মামলাকারীদের আইনজীবীর সঙ্গে এসএসসি পর্ষদ আইনজীবীদের বৈঠক হয় বুধবার। ঘণ্টা দেড়েক ধরে চলে বৈঠক। জানা যাচ্ছে, এই বৈঠকের রিপোর্ট আগামী দিনে আদালতে পেশ করা হবে। মূলত ভুয়ো প্রার্থীদের খুঁজে বের করাই এই বৈঠকের মূল লক্ষ্য। সেই সমস্ত তথ্য খুঁজতে পর্ষদ দফতরে সমস্ত পক্ষের আইনজীবীরা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে এই বৈঠক করেন। এই বৈঠকের নির্যাস আগামী ১৬ নভেম্বর হাইকোর্টে জমা দেওয়া হবে। ভুয়ো নিয়োগের সংখ্যা বের করার আউটলাইন তৈরি হয় । এখনও পর্যন্ত প্রকৃত আসন সংখ্যা এসএসসি তরফ থেকে জানানো হয়নি। জানা যাচ্ছে, ভুয়ো নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিবিআই ইতিমধ্যে হাইকোর্টে যে ডেটা জমা দিয়েছে, তার সঙ্গে এসএসসির দেওয়া তালিকা মিলিয়ে দেখা হবে।
এদিকে, সল্টলেকে চাকরিপ্রার্থীদের আন্দোলন চতুর্থ দিনে পড়ল। প্যানেলের সকলকে নিয়োগের দাবিতে আমরণ অনশনের পথে হাঁটছেন তাঁরা। পর্ষদ সভাপতি গৌতম পাল ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাকরিপ্রার্থীদের এই দাবি অন্যায্য, প্যানেলের সকলকে চাকরি দেওয়া কখনও সম্ভব নয়। তবে নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আন্দোলনকারীদের আবেদন জানিয়েছেন তাঁরা।
বিরোধ এখন আর কেবল আন্দোলনেই থেমে নেই। পর্ষদের নালিশে ইতিমধ্যে জল গড়িয়েছে আদালতে। টেট এখন বেশ কয়েকটি জ্বলন্ত প্রশ্নে ঘুরপাক খাচ্ছে।
