AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sweta Chakraborty: ED-র নজরে অয়নের বান্ধবীও, কেন গাড়ি উপহার জানতে CGO-তে ডাক এজেন্সির

Ayan Sil: অয়নের টাকার উৎসের সন্ধান খুঁজতে চলতি সপ্তাহে তাঁর গোটা পরিবারকেই তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল অয়ন শীলের মা-বাবাকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে।

Sweta Chakraborty: ED-র নজরে অয়নের বান্ধবীও, কেন গাড়ি উপহার জানতে CGO-তে ডাক এজেন্সির
অয়ন শীলের বান্ধবী শ্বেতা চক্রবর্তী (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 8:54 AM
Share

কলকাতা:  দুর্নীতিকাণ্ডে কোমর বাঁধছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া অয়ন শীল ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে তলব করল ইডি। তাঁকে ইতিমধ্যেই হাজিরার নোটিস পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল ২০২৩) তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, তদন্তে সমস্ত রকম সহযোগিতা করবেন শ্বেতা।

অয়নের টাকার উৎসের সন্ধান খুঁজতে চলতি সপ্তাহে তাঁর গোটা পরিবারকেই তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল অয়ন শীলের মা-বাবাকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে। ইডি-র তলব অনুযায়ী হাজিরাও দেন তাঁরা। আগামিকাল তদন্তকারী আধিকারিকরা ডেকে পাঠিয়েছেন অয়নের স্ত্রী কাকলি শীল ও তাঁর ছেলে অভিষেক শীলকে। আর আজ তলব করা হল শ্বেতাকে। গোয়েন্দা সূত্রে আগেই খবর মিলেছিলে যে, অয়ন শীলের প্রোডাকশনের একটি ছবিতে কাজ করেছেন এই শ্বেতা চক্রবর্তী। শুধু তাই নয়, অয়নের কিনে দেওয়া একটি গাড়িও ব্যবহার করছেন তিনি। তাই শ্বেতার সঙ্গে অভিযুক্তের আর্থিক লেনদেন কীভাবে হত তা জানতে মরিয়া গোয়েন্দারা। ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে এসেছে শ্বেতা চক্রবর্তীর ব্যাঙ্কের কাগজ পত্র। সেই সমস্ত তথ্য জানতে আজই তাঁকে তলব করা হয়েছে।

প্রসঙ্গত, কামারহাটি পৌরসভার ইঞ্জিনিয়র পদে চাকরি করতেন শ্বেতা চক্রবর্তী। বাবা প্রাক্তন স্বাস্থ্য বিভাগের কর্মী। গত ২০১৭ সাল থেকে অয়ন শীলের সঙ্গে পরিচয় শ্বেতা চক্রবর্তী। জানা যাচ্ছে, অয়ন শীলের স্ত্রীর সুবাদেই মডেল শ্বেতার সঙ্গে পরিচয় হয় অয়নের। অয়ন শীল পেশায় প্রোমোটিংয়ের ব্যবসা করেন। অয়ন শীলের প্রোমোটিংয়ের ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শ্বেতা। ইডির তদন্তে উঠে এসেছে, শ্বেতার একটি গাড়ি কেনার সময় বেশ কিছু টাকা দিয়েছিলেন অয়ন। সেই সূত্র অনুযায়ী ইডি আধিকারিকেরা শ্বেতাকে তলব করেছে ইডি দফতরে।