Sujay Krishna Bhadra: কণ্ঠস্বর পরীক্ষার দিনই হঠাৎ অসুস্থ কালীঘাটের কাকু, ভর্তি SSKM-এ

Sujay Krishna Bhadra: এ দিকে, প্যারোল শেষ হওয়ার তিন দিনের মধ্যেই অভিযুক্তর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ ছিল ইডি আদালতের। তার মধ্যেই এই অসুস্থতা দেখা দেওয়ায় প্রশ্ন তুলছে বিরোধীরা।

Sujay Krishna Bhadra: কণ্ঠস্বর পরীক্ষার দিনই হঠাৎ অসুস্থ কালীঘাটের কাকু, ভর্তি SSKM-এ
সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2023 | 3:45 PM

কলকাতা: অসুস্থ নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সোমবার প্যারোল শেষে ইডি অফিসাররা তাঁকে জেলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় অফিসারদের সুজয় কৃষ্ণ জানান তাঁর শারীরিক অসুস্থতার কথা। প্রথমে জেলের হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম-এ ভর্তি করা হয় সুজয়কৃষ্ণকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। এ দিকে, প্যারোল শেষ হওয়ার তিন দিনের মধ্যেই অভিযুক্তর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ ছিল ইডি আদালতের। তার মধ্যেই এই অসুস্থতা দেখা দেওয়ায় প্রশ্ন তুলছে বিরোধীরা।

উল্লেখ্য, স্ত্রীর মৃত্যুতে জামিনের আবেদন করে এর আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজয়কৃষ্ণ। যদিও আবেদন খারিজ হয়ে যায়। তবে জেল কর্তৃপক্ষ প্যারোলে তাঁকে বাড়ি যাওয়ার অনুমতি দেয়। গতকালই শেষ হয়েছে প্যারোল। এরপর আজ কাকুকে নিয়ে ইডি আধিকারিকরা তাঁর বাড়ি থেকে জেলে ফিরছিলেন। সেই সময় গোয়েন্দাদের জানান তিনি অসুস্থ। ইডি-র তরফে প্রথমে নিয়ে জেলের হাসপাতালে। সেখানে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নীরিক্ষা চলার পর এসএসকেএম-এ পাঠানো হয় তাঁকে। এই মুহূর্তে এমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ২৬ জুন রাতে হার্ট অ্যাটাকে প্রয়াত হন সুজয়কৃষ্ণের স্ত্রী বাণী ভদ্র। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় আগেই ইডি গ্রেফতার করেছিল সুজয়কৃষ্ণকে। জেলে থাকাকালীনই স্ত্রীর মৃত্যুর খবর পান তিনি। এরপর স্ত্রীর মৃত্যুতে তাঁর শেষকৃত্যে যোগ দিতে চেয়ে আবেদন জানান। জামিন চেয়েছিলেন তিনি। তবে তা নামঞ্জুর হয়। পরবর্তীতে প্যারোলে জেল থেকে বেরোনোর অনুমতি পান তিনি।