SSC: প্রায় ৪০ হাজার প্রার্থীর নাম, নবম-দশমের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ কমিশনের, রইল পূর্ণাঙ্গ তালিকা
SSC: প্রসঙ্গত, নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছিল ৭ই সেপ্টেম্বর। পরীক্ষা গ্রহণের ৭১ দিনের মাথায় এই ফলপ্রকাশ করেছে কমিশন। কোন কোন পরীক্ষার্থী ভেরিফিকেশন তথা ইন্টারভিউয়ের জন্য ডাক পেল তার বিস্তারিত তালিকা এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করে। প্রত্যেকটি বিষয় এর পৃথক পৃথক তালিকা প্রকাশ করে এসএসসি।

‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম নেতা চিন্ময় মণ্ডল একাদশ দ্বাদশ ও নবম দশম উভয় পরীক্ষা দিয়েছিলেন। একাদশ-দ্বাদশের কাট অফ মার্কসের না পৌঁছানোর জন্য ইন্টারভিউ ডাক পাননি তিনি। তাকিয়ে ছিলেন শুধু নবম দশমের ফলাফলের দিকে। এবার ডাক পাওয়ার পর চিন্ময় বলেন, “আমরা যোগ্য হয়েও বঞ্চিত হয়েছিলাম। ক্লাসরুম ছেড়ে রাস্তায় নেমে আমাদের আন্দোলন করতে হয়েছিল। অনেক কাঠখড় পোহাতে হল আমাদের। তবে অনেকটা আন্দোলনে সকলেই ধকল নিয়ে পরীক্ষায় বসেছিলেন। যাঁরা যোগ্য, তবুও ডাক পেলেন না, তার জন্য সত্যিই খারাপ লাগছে।”
প্রসঙ্গত, নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছিল ৭ই সেপ্টেম্বর। পরীক্ষা গ্রহণের ৭১ দিনের মাথায় এই ফলপ্রকাশ করেছে কমিশন।
কোন কোন পরীক্ষার্থী ভেরিফিকেশন তথা ইন্টারভিউয়ের জন্য ডাক পেল তার বিস্তারিত তালিকা এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করে। প্রত্যেকটি বিষয় এর পৃথক পৃথক তালিকা প্রকাশ করে এসএসসি। যদিও এই ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের আগেই বিস্তর জলঘোলা হয়েছিল। রাস্তায় নেমেছিলেন নবাগতরা।
এসএসসি-র তরফে জানানো হয়েছে, শিক্ষক নিয়োগে মোট শূন্যপদ ৩৫ হাজার ৭২৬ জন। নবম-দশম-এ শূন্যপদ ২৩ হাজার ২১২টি। পরীক্ষায় বসেছেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। তবে এটাও উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়া শেষ করতে আরও বেশ খানিকটা সময় লাগবে কমিশনের। সেক্ষেত্রে কমিশন সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হতে চলেছে বলে সূত্রের খবর। এই নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গেও বৈঠক সেরেছে কমিশন।
