SSC: দ্রুত নিয়োগের দাবি, এবার কুণালের দ্বারে কর্মশিক্ষা-শারীরশিক্ষা চাকরিপ্রার্থীরা

Susovan Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Dec 23, 2023 | 4:15 PM

SSC: ২০১৬ সালের পরীক্ষার্থী তাঁরা। এসএসসি যুব ছাত্র মঞ্চের ব্যানারে পথে বসেছেন তাঁরা। তাঁদের মধ্যেই ১৫ থেকে ১৬ জনের একটি প্রতিনিধিদল এদিন কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন। তাঁদের একটাই দাবি, নিয়োগ হোক দ্রুততার সঙ্গে। আর তার জন্য যা যা করা দরকার, তা সরকার করুক।

SSC: দ্রুত নিয়োগের দাবি, এবার কুণালের দ্বারে কর্মশিক্ষা-শারীরশিক্ষা চাকরিপ্রার্থীরা
কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাতে চাকরিপ্রার্থীরা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: শারীরশিক্ষা ও কর্মশিক্ষার চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার দুপুরে চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এর আগে এই চাকরিপ্রার্থীরা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান। গিয়েছিলেন কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতেও। তবে সেদিন কুণালের সঙ্গে দেখা হয়নি। বাড়িতে ছিলেন না তিনি। এরপরই শনিবার আবারও তাঁর সঙ্গে দেখা করতে যান।

২০১৬ সালের পরীক্ষার্থী তাঁরা। এসএসসি যুব ছাত্র মঞ্চের ব্যানারে পথে বসেছেন তাঁরা। তাঁদের মধ্যেই ১৫ থেকে ১৬ জনের একটি প্রতিনিধিদল এদিন কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন। তাঁদের একটাই দাবি, নিয়োগ হোক দ্রুততার সঙ্গে। আর তার জন্য যা যা করা দরকার, তা সরকার করুক।

কুণাল ঘোষ এর আগেও এভাবে বৈঠক করেছেন চাকরিপ্রার্থীদের সঙ্গে। রাসমণি পাত্ররা যেদিন মাথা কামিয়ে ন্যাড়া হয়ে প্রতিবাদ জানান, সেদিন ধরনামঞ্চেও চলে গিয়েছেন তিনি। চাকরি প্রার্থীরা যখন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন, বারবারই কুণাল ঘোষকে দেখা গিয়েছে চাকরি প্রার্থীদের সঙ্গে এক সারিতে বসতে। তিনি নিজেদের চাকরি প্রার্থীদের প্রতিনিধি হিসাবেও দাবি করেছেন।

Next Article