Sujay Krishna Bhadra: খাবার খাচ্ছেন না, ওষুধও নিচ্ছেন না! SSKM-এ অনশনে ‘কালীঘাটের কাকু’: সূত্র

Sourav Dutta | Edited By: Soumya Saha

Aug 23, 2023 | 8:56 PM

SSKM Hospital: হাসপাতালের মধ্যেই 'অনশন' শুরু করে দিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। ওষুধপত্র হোক বা খাবার, কিছুই খাচ্ছেন না তিনি। এসএসকেএম হাসপাতাল সূত্র মারফত এমনই জানা যাচ্ছে।

Sujay Krishna Bhadra: খাবার খাচ্ছেন না, ওষুধও নিচ্ছেন না! SSKM-এ অনশনে কালীঘাটের কাকু: সূত্র
সুজয়কৃষ্ণ ভদ্র
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: সপ্তাহের শুরুতেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কীর্তির রহস্যভেদ করতে আসরে নামে ইডি। দু’দিন ধরে শহরের তিন জায়গায় অভিযান চলে। আর এসবের মধ্যেই গতকাল ফের অসুস্থ হয়ে পড়েন কালীঘাটের কাকু। বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন এসএসকেএম হাসপাতালে। আর এবার হাসপাতালের মধ্যেই ‘অনশন’ শুরু করে দিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। ওষুধপত্র হোক বা খাবার, কিছুই খাচ্ছেন না তিনি। এসএসকেএম হাসপাতাল সূত্র মারফত এমনই জানা যাচ্ছে।

বন্দিদের জেলে বা সংশোধনাগারের ভিতরে অনশনের কথা অতীতে শোনা গিয়েছে। কিন্তু এ যে একেবারে হাসপাতালের মধ্যেই। তবে বন্দিদশায় হাসপাতালে এমন অনশনের কীর্তি সচরাচর শোনা যায় না। আর এবার এমনই কাণ্ড ঘটিয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার সুজয় ভদ্র। মঙ্গলবার রাতে কালীঘাটের কাকুকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। ভর্তি করা হয় কার্ডিওলজি বিভাগে। হাসপাতাল সূত্রে খবর, এসএসকেএম-এ ভর্তির পর থেকেই তিনি খাবার খাচ্ছেন না, ওষুধ নিতে চাইছেন না।

এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক দীপঙ্কর মুখোপাধ্যায়ও তাঁকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেছেন বলে জানা যাচ্ছে। সুজয়বাবুর মেয়েও এসেছিলেন বাবার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে। কিন্তু কোনও কিছুতেই কোনও লাভ হয়নি বলেই জানা যাচ্ছে। সুজয়বাবুর মেয়েকেও একপ্রকার হতাশ হয়েই বাড়ি ফিরতে হয়েছে।

প্রসঙ্গত, গতকালই অস্ত্রোপচারের পর কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তারপর সেখান থেকে জেলে ফেরার পরই নতুন করে বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন তিনি। গতরাতেই তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। তাঁর রক্তের পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। আর এমন অবস্থায় সুজয় ভদ্রের নতুন করে এমন কাণ্ড এসএসকেএম হাসপাতালকে বিড়ম্বনায় ফেলল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Next Article