কলকাতা: পুরভোটের পর পঞ্চায়েত নির্বাচনেও এবার পিঙ্ক বুথ। মহিলা ভোটকর্মী দ্বারা পরিচালিত হবে বেশ কয়েকটি বুথ। সোমবার নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। এই প্রথমবার পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে এই উদ্যোগ নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। মূলত মহিলা ভোটাররা যাতে বেশি করে অংশ নেন, সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয় কমিশনের তরফে। কতগুলো এ ধরনের বুথ হবে, তা পরে ঠিক করবে নির্বাচন কমিশন। তবে বুথের সংখ্যা অনেকগুলোই হবে বলে কমিশন সূত্রে খবর।
পুরভোটের সময় এই পিঙ্ক বুথ চোখে পড়েছিল। গোলাপি সাজে সাজানো হয়েছিল একাধিক বুথ। আর সেখানে দেখা গিয়েছিল, মহিলা ভোট কর্মীদের উপস্থিতি। স্বাভাবিকভাবেই মহিলা ভোটারের সংখ্যাও ছিল বেশি। এবারও সেই ছবি দেখা যাবে বলে মনে করা হচ্ছে। ২০১৮ সালে কর্নাটকের বিধানসভা নির্বাচনের সময় নজর কেড়েছিল এই পিঙ্ক পোলিং বুথ। ২০১৯ এর লোকসভা নির্বাচনেও পিঙ্ক পোলিং বুথের ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন।
৮ জুলাই হবে পঞ্চায়েত নির্বাচন। দার্জিলিং ও কালিম্পং-এ দ্বিস্তরীয় ও বাকি রাজ্য ত্রিস্তরীয় নির্বাচন হবে। মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৩,৩১৭, নির্বাচনী কেন্দ্র ৫৮,৫১৩টি। মোট পঞ্চায়েত সমিতি রয়েছে ৩৪১টি, নির্বাচনী কেন্দ্র ৯,৭৩০টি, মোট জেলা পরিষদ ২০টি, নির্বাচনী কেন্দ্র ৯২৮টি, মোট ভোটকেন্দ্র ৬১,৬৩৬টি ও মোট ভোটার সংখ্যা ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪।
রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশ করা তালিকা অনুযায়ী সবথেকে বেশি মনোনয়ন জমা পড়েছে তৃণমূলের, মোট ৮৪ হাজার ১০৭ টি। রাজ্যের রাজনৈতিক দলগুলির মধ্যে যা সর্বোচ্চ। বিজেপি মোট ৫৪ হাজার ৭৪৯ টি মনোনয়ন জমা করেছে, সিপিএম মনোনয়ন জমা করেছে ৪৭ হাজার ৩৫৮টি আর কংগ্রেস ১৭ হাজার ৭২৯টি। নির্দল হিসেবে মনোনয়ন জমা পড়েছে ১৬ হাজার ১৪৭টি আসনে।