কলকাতা: আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ আদালত। সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে যাবে। সোমবার আদালত সাজা ঘোষণার কয়েক ঘণ্টা পরই এক্স হ্যান্ডলে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্তর মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল বলেও মনে করেন মুখ্যমন্ত্রী।
গত বছরের ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে ‘তিলোত্তমা’-র দেহ উদ্ধার হয়েছিল। তিনদিন পর তিলোত্তমার বাবা-মার সঙ্গে দেখা করতে তাঁদের বাড়ি গিয়েছিলেন। আরজি করের নৃশংস ঘটনায় জড়িতের ফাঁসির সাজা হওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। তিলোত্তমাকাণ্ডের ১৬৪ দিন পর এদিন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস সাজা ঘোষণা করেন। দোষী সাব্যস্ত সঞ্জয় রাইকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন তিনি। এমনকি, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয় বলেও মন্তব্য করেন বিচারক।
শিয়ালদহ আদালত সাজা ঘোষণার পর এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, “এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয় বলে আদালতের রায়ে আমি হতবাক। আমি নিশ্চিত যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। দোষী সাব্যস্তর ফাঁসি হওয়া দরকার। কীভাবে বলা হল, এটা বিরলের মধ্যে বিরলতম নয়।”
আরজি কর কাণ্ডে তাঁরা দোষী সাব্যস্তর মৃত্যুদণ্ড চান বলে জানান মুখ্যমন্ত্রী। এরপরই এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “গত ৩-৪ মাসে এরকম নৃশংস অপরাধের ক্ষেত্রে অপরাধীর মৃত্যুদণ্ড নিশ্চিত করেছি আমরা। তাহলে এই মামলায় কেন সর্বোচ্চ সাজা দেওয়া হল না?”
শিয়ালদহ আদালতের এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে যাবে জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “আমি দৃঢ়ভাবে মনে করি, এরকম জঘন্য অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড হওয়া দরকার। এখন আমরা হাইকোর্টে দোষী সাব্যস্তর মৃত্যুদণ্ডের আবেদন জানাব।”