প্রকাশ্যে সিসিইউ অপব্যবহারের ছবি, ‘ভয়ঙ্কর অপরাধ’, তীব্র ভর্ৎসনা স্বাস্থ্য অধিকর্তার

প্রয়োজন নেই এমন রোগীরাও সিসিইউ দখল করে বসে রয়েছেন, এই ছবি স্বাস্থ্য ভবনে পৌঁছনর পরই 'কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট' নামক হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন তিনি।

প্রকাশ্যে সিসিইউ অপব্যবহারের ছবি, 'ভয়ঙ্কর অপরাধ', তীব্র ভর্ৎসনা স্বাস্থ্য অধিকর্তার
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 24, 2021 | 5:24 PM

কলকাতা: ক্রমশ অতি সঙ্কটজনক অবস্থার দিকে এগোচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। এই অবস্থায় জরুরি অবস্থার রোগীদের জন্য ব্যবহার হওয়া সিসিউ বেড অপব্যবহারের অভিযোগ তুললেন খোদ এ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। বিষয়টি নিয়ে হাসপাতাল সুপারদের ভর্ৎসনা করেছেন তিনি। এমনটাই খবর সূত্রের। প্রয়োজন নেই এমন রোগীরাও সিসিইউ দখল করে বসে রয়েছেন, এই ছবি স্বাস্থ্য ভবনে পৌঁছনর পরই ‘কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট’ নামক হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন তিনি।

“প্রয়োজন নেই তেমন রোগীকে সিসিইউ কেন? অসংখ্য মরণাপন্ন রোগী সিসিইউ-র অপেক্ষায় রয়েছেন। এমন ঘটনা ভয়ঙ্কর অপরাধ”, এমন কড়া ভাষা প্রয়োগ করে তিনি রাজ্যের সব হাসপাতাল সুপারকে কড়া বার্তা দেন বলে খবর সূত্রের।

এমন একটা পরিস্থিতিতে যখন রাজ্য জুড়ে শয্যার জন্য কার্যত হাহাকার পড়ে গিয়েছে, সেই সময় রাজ্যের একাধিক হাসপাতালের এমন ছবি তাজ্জব করেছে খোদ স্বাস্থ্য অধিকর্তাকে। গত একমাস ধরে লাগাতার রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সিসিইউ এবং আইসিইউ বেডে সঙ্কটের কথাও বারংবার বলা হয়েছে। কিন্তু যে পরিমাণ সিসিইউ ও আইসিইউ বর্তমানে রয়েছে, তার অপব্যবহারের ছবিটা এ দিনই প্রথম ধরা পড়ে। তারপরেই সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ে গঠিত হওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে স্বাস্থ্য অধিকর্তাকে লিখতে হয়, “এটা অপরাধ।”

স্বাস্থ্য দফতরের হাতে উঠে আসা সেই ছবিতে দেখা যাচ্ছে, এক সিসিইউ ওয়ার্ডে বেশ কয়েকজন রোগী রয়েছেন যাদের মধ্যে দু’জন উঠে বসে আছেন। এবং বাকিরা শুয়ে রয়েছেন। অন্য আরেকটি ছবিতেও একই ধরনের দৃশ্য ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে একজন রোগী বেডে উঠে বসে রয়েছেন। এই দৃশ্য দেখার পরই চমকে ওঠেন স্বাস্থ্য অধিকর্তা। যেখানে শতাধিক রোগী শয্যা না পেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন, সেখানে তুলনামূলক কিছুটা সুস্থ রোগীরা কেন সিসিইউ দখল করে বসে রয়েছেন? এই প্রশ্ন তুলেই তীব্র ভর্ৎসনা করা হয়েছে হাসপাতাল সুপারদের।

আরও পড়ুন: ‘অক্সিজেন সরবরাহ আটকালে ফাঁসি দেব’, কঠোর হুঁশিয়ারি হাইকোর্টের

চিকিৎসকরা জানাচ্ছেন, রাজ্যে এই ধরনের অতি মহামারি পরিস্থিতির মধ্যে এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছুই হয় না। যাদের অসুস্থতা ততটাও গুরুতর নয়, তাঁরা কীভাবে এখনও সিসিইউ দখল করে বসে রয়েছেন সেই নিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানিয়ে রেখেছেন স্বাস্থ্য অধিকর্তা।

আরও পড়ুন: করোনা রোগীর সৎকারে নয়া নির্দেশিকা রাজ্যের, নিয়ম বদল ডেথ সার্টিফিকেট প্রদানেও