করোনা রোগীর সৎকারে নয়া নির্দেশিকা রাজ্যের, নিয়ম বদল ডেথ সার্টিফিকেট প্রদানেও
দেহ (COVID-19) সৎকারে প্রতি পুরসভায় একজন করে নোডাল অফিসার থাকবেন।
কলকাতা: ইতিমধ্যেই বাংলায় দৈনিক সংক্রমণ (COVID-19) ১৩ হাজার ছুঁই ছুঁই। বাড়ছে দৈনিক মৃতের সংখ্যাও। এই অবস্থায় চিকিৎসার পাশাপাশি কোনও কোভিড রোগী মারা গেলে তাঁর সৎকারও একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে পরিবারের। করোনা সংক্রমিত রোগীর সৎকার প্রক্রিয়াকে মসৃণ করতে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। বদল আনা হচ্ছে করোনা রোগীর ডেথ সার্টিফিকেট দেওয়ার নিয়মেও।
আরও পড়ুন: অতিমারিতে হাহাকার! ‘অক্সিজেন লঙ্গর’ খুলে মানবতার পাঠ পড়াচ্ছে গুরুদ্বার
নতুন নিয়ম জানিয়ে একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য। সেই নির্দেশিকায় বলা হয়েছে, বাড়িতে থাকা অবস্থায় কোনও ব্যক্তি যদি করোনায় মারা যান, তাঁর ডেথ সার্টিফিকেট দেবেন, তাঁর চিকিৎসার তত্ত্বাবধানে থাকা চিকিৎসক। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হলে, সে ক্ষেত্রেও বদলাচ্ছে ডেথ সার্টিফিকেট দেওয়ার নিয়ম। যে হাসপাতাল থেকে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছিল, ডেথ সার্টিফিকেট দেবেন সেখানকার ডাক্তার।
আরও পড়ুন: দায়িত্বে অবিচল কনস্টেবল পাননি ছুটি, থানাতেই গায়ে হলুদ দিলেন সহকর্মীরা
একইসঙ্গে পুর ও নগর উন্নয়ন দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, দেহ সৎকারে প্রতি পুরসভায় একজন করে নোডাল অফিসার থাকবেন। বাড়িতে করোনা রোগীর মৃত্যু হলে সৎকারের দায়িত্ব স্থানীয় পুরসভার। মৃত্যুর ৩ ঘণ্টার মধ্যে সৎকার নিশ্চিত করতে হবে। কোন পুরসভায় কে নোডাল অফিসার তা বিজ্ঞাপণ দিয়ে জানাবে সরকার। মৃতদেহ সৎকারে পুলিশের থেকে NOC লাগবে না। শেষযাত্রায় পরিবারের ৫ সদস্য থাকতে পারবেন। সৎকার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলকে মাস্ক, পিপিই কিট দিতে হবে।