কলকাতা: রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দিয়েছিল ইডি। গত শুক্রবার মন্ত্রীর বোলপুরের বাড়িতে হানা দেন গোয়েন্দারা। বুধবার তাঁকে ইডি দফতরে ডেকে পাঠিয়েছিলেন গোয়েন্দারা। কিন্তু সূত্রের খবর, আজ হাজিরা দেবেন না মন্ত্রী। তাঁর বদলে যাবেন চন্দ্রনাথের প্রতিনিধি। তিনি হলেন মন্ত্রীর আইনজীবী।
রাজ্যের মন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, চন্দ্রনাথকে কোনও রকম জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়নি। শুধুমাত্র বাজেয়াপ্ত হওয়া মন্ত্রীর ফোনটি আনলক করার জন্যই ডেকে পাঠানো হয়েছে তাঁকে। যদিও, ইডি সূত্রে খবর, মন্ত্রীর বয়ানে একাধিক অসঙ্গতি লক্ষ্য করেছেন গোয়েন্দারা।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গত শুক্রবার ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে যায় ইডির একটি দল। প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় মন্ত্রীর মোবাইল ফোন। প্রাথমিকভাবে জানা গিয়েছেন, ফোনটিকে পরীক্ষার জন্য সিএফএসএলে পাঠানো হয়েছে। এবার এই ফোনটির লক খোলার জন্যই আজ তাঁর প্রতিনিধি যাবেন সিজিও অফিসে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের সূত্র ধরেই উঠে আসে চন্দ্রনাথের নাম। কুন্তলের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ জন চাকরিপ্রার্থীর একটি তালিকা পান তদন্তকারী আধিকারিকরা। সেই সময়ই রাজ্যের এই মন্ত্রীর নাম উঠে আসে বলে খবর।