Jadavpur: লেকটাউন থেকে চুরি করে যাদবপুরে ধাক্কা, পুলিশ হাতেনাতে ধরে ফেলল চোরকে
Lake Town: জানা গিয়েছে, ওই চিকিৎসক লেকটাউনের দমদম পার্ক এলাকার বাসিন্দা। গতকাল রাত্রিবেলা গাড়ির লক ভেঙে চুরি যায় সেটি। সকালে খোঁজাখুঁজি করলেও মেলেনি গাড়ি।গাড়ির মালিক লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন।

কলকাতা: কথায় বলে চুরির জিনিস সঙ্গে থাকে না! এই খবর যেন সেই ঘটনারই জ্বলন্ত উদাহরণ। সোমবার রাত্রিবেলা এক চিকিৎসকের চারচাকা গাড়ির লক ভেঙে চুরি যায় গাড়ি। তবে একদিন যেতে না যেতেই দুর্ঘটনার কবলে গাড়িটি। পরে জিজ্ঞাসাবাদে গ্রেফতার হয় অভিযুক্ত।
জানা গিয়েছে, ওই চিকিৎসক লেকটাউনের দমদম পার্ক এলাকার বাসিন্দা। গতকাল রাত্রিবেলা গাড়ির লক ভেঙে চুরি যায় সেটি। সকালে খোঁজাখুঁজি করলেও মেলেনি গাড়ি।গাড়ির মালিক লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন।
এ দিকে, আজ সকালে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছে একটি সিগন্যালে ধাক্কা মারে ওই গাড়িটি। কর্তব্যরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট জিতেন চক্রবর্তী সেই গাড়ির কাগজ চাইলে দিতে অস্বীকার করেন চালক বলে অভিযোগ। পরে অন্য একটি কাগজ পুলিশকে ধরান তিনি। তা দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ অফিসারের। এরপর গাড়ি নম্বর থেকে মালিকের নম্বরে যোগাযোগ করতেই জানা যায় গাড়িটি চুরি যায় তাঁর।
পরে লেকটাউন থানায় যোগাযোগ করে ওই চালককে যাদবপুর থানার হাতে তুলে দেওয়া হয়। এরপর মালিককে ডাকা হয় যাদবপুরে। ওই চিকিৎসক জানিয়েছেন, তাঁর গাড়িটি ২৪ বছরের পুরনো। বাড়ির গ্যারেজেই ছিল সেটি। আজ সকালে তিনি দেখেন লক ভাঙা। গাড়ি নেই। তখনই আর বুঝতে বাকি রইল না কিছুই। এরপরই থানার দ্বারস্থ হন।





