AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Inner Clash: তৃণমূল মারল তৃণমূলকেই, তপসিয়ায় গ্রেফতার ২৫

Tapsia TMC Inner Clash: জানা গিয়েছে, এই উত্তেজনার জেরে ফতেমা খাতুন ও মহম্মদ রোহিত নামে দু'জন আহত হয়েছেন। তারা তৃণমূলেরই ওই দুই গোষ্ঠীর সদস্য নাকি সাধারণ বাসিন্দা তা জানা যায়নি।

TMC Inner Clash: তৃণমূল মারল তৃণমূলকেই, তপসিয়ায় গ্রেফতার ২৫
Image Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Aug 18, 2025 | 9:32 AM
Share

কলকাতা: এলাকা দখল ঘিরে তুমুল বচসা। তৃণমূল মারল তৃণমূলকেই। রবিবার তপসিয়া সাক্ষী থাকল এক ভয়াবহ গোষ্ঠীদ্বন্দ্বের। বোমাবাজিতে ধোঁয়ায় ঢাকল এলাকা। ছোড়া হল পাথর, দাবি স্থানীয়দের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকা দখল ঘিরেই বচসা বেঁধে ছিল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। এরপরেই রেললাইন থেকে পাথর তুলে এনে শুরু হয় ছোড়াছুড়ি। হয় বোমাবাজির মতো ঘটনাও। সংঘর্ষে নিমিষে উত্তাল হয় এলাকা। তড়িঘড়ি ছুটে আসে পুলিশ। জানা গিয়েছে, এই উত্তেজনার জেরে ফতেমা খাতুন ও মহম্মদ রোহিত নামে দু’জন আহত হয়েছেন। তারা তৃণমূলেরই ওই দুই গোষ্ঠীর সদস্য নাকি সাধারণ বাসিন্দা তা জানা যায়নি।

পাথরের আঘাতে জখম হয়ে তাদের তড়িঘড়ি ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে বলেই খবর। ইতিমধ্যে তপসিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। বোমাবাজি হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে এলাকাবাসী। তবে পাথর ছোড়ার সঙ্গে সঙ্গে এলাকায় বোমাও পড়েছে কিনা তা এখনও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, গ্রেফতার করা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত ২৫ জন সন্দেহভাজনকে।

রবিতে উত্তেজনা, সোমেও পারদ রয়েছে তুঙ্গে। নতুন করে সংঘর্ষ না বাঁধলেও এলাকা একেবারে থমথমে, নিস্তব্ধ। যেন ঝড়ের আগের একটা দমবন্ধ মুহূর্ত। সেটাই স্বাভাবিক। আর তাই আগে থেকে বেড়েছে নিরাপত্তা। এলাকায় সকাল থেকে মোতায়েন হয়েছে পুলিশ।