Train Problem: আচমকা খারাপ মালগাড়ির ইঞ্জিন, আকড়া স্টেশনে লেভেল ক্রসিংয়ে আটকে সারি সারি গাড়ি
Train Problem: ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় আর ওঠেনি লেভেল ক্রসিংয়ের গেট। তার জেরে রাস্তার দুধারে বাড়তে থাকে গাড়ির সংখ্যা। সারি সারি গাড়ি দাঁড়িয়ে যায় গেটের দুই পাশে। গোটা এলাকায় দেখা যায় ব্যাপক যানজট। অবরুদ্ধ হয়ে পড়ে আকড়া স্টেশন রোড।

বজবজ: কখনও সিগন্যালের রক্ষণাবেক্ষণের কাজ, কখনও ট্র্যাকের কাজ, বিগত কয়েক মাস ধরেই হাওড়া, শিয়ালদহ শাখা সপ্তাহান্তে লাগাতার বাতিল হয়েছে লোকাল ট্রেন। ঘুরপথে চলেছে বহু দূরপাল্লার ট্রেন। ভোগান্তি চরমে উঠেছে নিত্যযাত্রীদের। এরইমধ্যে এবার বড় গোলযোগ বজবজ-শিয়ালদা শাখায়। বৃহস্পতিবার রাতে আকড়া স্টেশনে ঢুকতেই একটি মালগাড়িতে দেখা যায় যান্ত্রিক গোলযোগ। যার জেরে দীর্ঘক্ষণ ১ নম্বর লাইনে দাঁড়িয়ে যায় ট্রেনটি।
শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, প্রায় এক ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও এখনও চাকা গড়ায়নি মালগাড়িটির। এদিকে ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় আর ওঠেনি লেভেল ক্রসিংয়ের গেট। তার জেরে রাস্তার দুধারে বাড়তে থাকে গাড়ির সংখ্যা। সারি সারি গাড়ি দাঁড়িয়ে যায় গেটের দুই পাশে। গোটা এলাকায় দেখা যায় ব্যাপক যানজট। অবরুদ্ধ হয়ে পড়ে আকড়া স্টেশন রোড।
ট্রেনে যান্ত্রিক গোলযোগের খবর পাওয়া মাত্রই ছুটে আসেন রেল কর্মীরা। চলছে সারাইয়ের কাজ। তবে এখনও পর্যন্ত পুরোপুরি মেরামতির কাজ শেষ হয়নি বলে জানা যাচ্ছে। ঘটনায় এক যাত্রী বলেন, “শুনছি ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছে। গেটের দুধারে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। রাস্তা পুরো জ্যাম হয়ে গিয়েছে। আমরা দাঁড়িয়ে আছি দীর্ঘসময়। বজবজের ট্রেন আসার কথা থাকলেও তা আসছে না। এখন শুনছি অন্য ইঞ্জিন আসছে মালগাড়ির খারাপ ইঞ্জিনটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য।”
