AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sudip Banerjee: সর্বদলীয় বৈঠকে আমার সামনে নরেন্দ্র মোদী বসেন, তাঁর পাশে বসে সংসদ করি: সুদীপ

Sudip Banerjee: পুজোয় বিজেপি নেতার বাড়িতে গিয়েছিলেন সুদীপ। তাপস রায় এমন দাবি সামনে আনার পরই কড়া জবাব সুদীপের।

Sudip Banerjee: সর্বদলীয় বৈঠকে আমার সামনে নরেন্দ্র মোদী বসেন, তাঁর পাশে বসে সংসদ করি: সুদীপ
তাপসকে জবাব সুদীপের
| Edited By: | Updated on: Oct 14, 2022 | 3:15 PM
Share

কলকাতা: লুকিয়ে লুকিয়ে কোনও বিজেপি নেতার সঙ্গে দেখা করতে যাননি তিনি, যাওয়ার প্রয়োজনও পড়ে না। বিধায়ক তাপস রায়ের নাম না করে এ ভাবেই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জবাব দিলেন বৃহস্পতিবার মহাজাতি সদনে এক বিজয়া সম্মিলনীতে। দুর্গাপুজোয় বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের বাড়িতে গিয়েছিলেন সুদীপ। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। এই ইস্যুকে কেন্দ্র করেই গত কয়েক দিনে শাসক দলের দুই নেতার তরজা একেবারে প্রকাশ্যে চলে এসেছে। কোনও রাখঢাক না করেই জবাব, পাল্টা জবাব দিচ্ছেন তাপস ও সুদীপ।

‘আমার সামনে মোদী বসেন’

এ দিন নাম না করে তাপস রায়কে তীক্ষ্ণ ভাষায় জবাব দেন সুদীপ। তিনি বলেন, ‘অনেকে বলছেন আমি লুকিয়ে লুকিয়ে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছি। বিজেপির কোনও ছোট নেতার সঙ্গে আমার লুকিয়ে লুকিয়ে দেখা করার প্রয়োজন নেই। আমি যখন দিল্লিতে যাই, সর্বদলীয় বৈঠকে আমার সামনে নরেন্দ্র মোদী বসেন।’

সুদীপের আরও মন্তব্য, ‘মোদীর পাশে বসে সংসদ করি। আমি তৃণমূলের প্রতিনিধিত্ব করি। সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে বসি।’ তাপস রায়কে কটাক্ষ করে সুদীপ বলেন, ‘হাতি চলে বাজার, তো কুত্তা ভৌকে হাজার।’

কী দাবি করেছিলেন তাপস রায়?

বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের বাড়ির দুর্গা পুজোয় গিয়েছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাপস রায়ের দাবি ছিল, শুধু সুদীপ একাই নন, তমোঘ্নর বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে, শুভেন্দু অধিকারীও।

পুজোয় যাওয়ার কথা অস্বীকার করেননি সুদীপ

তমোঘ্ন ঘোষের বাবা তপন ঘোষ সুদীপের ছেলেবেলার বন্ধু। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, প্রতি বছরই ওই বাড়িতে পুজোয় যান তিনি। ভবিষ্যতেও যাবেন, এমন কথাও নাকি বলেছেন পরিচিত মহলে।

তবে সংবাদমাধ্যমের সামনে সুদীপ দাবি করেছেন, ওই বাড়িতে গেলেও দেখা হয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা কল্যাণ চৌবের সঙ্গে। তাঁর দাবি, তিনি যখন গিয়েছিলেন তখন তমোঘ্নও বাড়িতে ছিলেন না। তপন ঘোষের সঙ্গেই দেখা হয়েছিল তাঁর। তিনি বুঝিয়ে দিয়েছেন, তাপস রায়ের মন্তব্যে বিশেষ গুরুত্ব দিতে চান না তিনি।

কড়া জবাব দিয়েছেন তাপস

সুদীপের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাপস রায় বলেন, ‘আমরা মোদীর ভজনা করি না।’ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন না বলেও উল্লেখ করেছেন তাপস।