AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sujay Krishna Bhadra Arrested: ব্যর্থতা থেকে নজর ঘোরাতে ‘কাকু’র গ্রেফতারি? প্রশ্ন তৃণমূলের, ‘অনেক গিঁট খুলবে’, বলছে বিজেপি

Sujay Krishna Bhadra Arrested: বিরোধী দলনেতা টুইটে দাবি করেছেন, অবশেষে মাস্টারমাইন্ডদের কাছাকাছি পৌঁছচ্ছে আইনের হাত।

Sujay Krishna Bhadra Arrested: ব্যর্থতা থেকে নজর ঘোরাতে 'কাকু'র গ্রেফতারি? প্রশ্ন তৃণমূলের, 'অনেক গিঁট খুলবে', বলছে বিজেপি
গ্রেফতার সুজয় ভদ্র
| Edited By: | Updated on: May 31, 2023 | 12:06 AM
Share

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সুজয়কৃষ্ণ ভদ্র সরাসরিভাবে রাজ্য রাজনীতির সঙ্গে যুক্ত নন। কিন্তু ইডি তাঁকে গ্রেফতার করার পরই তরজা শুরু শাসক-বিরোধীর মধ্যে। বাইরন বিশ্বাসের দলবদলের সঙ্গে এই গ্রেফতারির যোগ থাকতে পারে বলে মনে করছে তৃণমূল। তবে এই গ্রেফতারি আদতে তদন্তকারীদের মাস্টারমাইন্ডের কাছে পৌঁছে দিতে পারে বলেই মনে করছে বিজেপি।

মঙ্গলবার প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে ইডি। রাত সাড়ে ১০টা নাগাদ গ্রেফতার করা হয় তাঁকে। এরপরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, বাইরন বিশ্বাসের দলবদলের পর এই পদক্ষেপ উদ্দেশ্যপ্রণোদিত নয় তো? সরাসরি গ্রেফতারির প্রসঙ্গ উল্লেখ না করে টুইটে তিনি লিখেছেন, ‘বাইরন তৃণমূলে যোগ দেওয়ায় কংগ্রেস-সিপিএম-বিজেপি জোট ধাক্কা খেয়েছিল। সেই রাগে এবং নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে দিনভর নাটকের পর উপসংহার নয় তো?’

অন্য়দিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটে দাবি করেছেন, অবশেষে মাস্টারমাইন্ডদের কাছাকাছি পৌঁছচ্ছে আইনের হাত। কাউকে রেয়াত করা হবে না। সময় ঘনিয়ে আসছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, সুজয়কৃষ্ণের কাছে অনেক তথ্য আছে, তাই তাঁকে হেফাজতে নেওয়া জরুরি। তিনি বলেন, ‘প্রথম থেকেই মনে হচ্ছিল, তাঁকে হেফাজতে নেওয়া হতে পারে। কারণ তাঁর কাছে অনেক তথ্য আছে। প্রথম থেকেই ওই পরিবারের সঙ্গে আছেন। অভিষেকের খুব কাছের লোক। স্বাভাবিকভাবেই এদের কাছে তথ্য আছে। তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলবে। ধীরে ধীরে সব গিঁট খুলবে। আরও অনেক তথ্য সামনে আসবে।’