BJP: বার-রেস্তোরাঁয় মহিলা কর্মীদের নিয়োগ বন্ধ করতে হবে, দাবি তুলে পথে সুকান্তরা
Sukanta Majumdar: এ দিন, সুকান্ত মজুমদার বলেন, "আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল। সেই আন্দোলনে লাঠিচার্জ করে, ধাক্কাধাক্কি করে মহিলাদের গায়ে হাত দিয়ে অযথা উত্তেজনা তৈরির চেষ্টা করবেন না। আমরা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি।

কলকাতা: তোলপাড় কলকাতার রাজপথ। নারী নিরাপত্তার দাবিতে মিছিল বিজেপি-র। বিবি গঙ্গোপাধ্যায় স্ট্রিটে বিজেপির মিছিল আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। মিছিলে উপস্থিত বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক অগ্নিমিত্রা পাল।
শনিবার কলেজ স্কোয়ার থেকে বৌ-বাজার পর্যন্ত মিছিল করেন বিজেপি কর্মী-সমর্থকরা। রেস্তোরাঁ-ক্লাবে মহিলা কর্মীদের নিয়োগ বন্ধের দাবিতে এই মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা। এরপরই এই মিছিল ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে রীতিমতো কথাকাটাকাটি শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের। অপরদিকে, পুলিশের তরফে জানানো হয়েছে এই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।
এ দিন, সুকান্ত মজুমদার বলেন, “আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল। সেই আন্দোলনে লাঠিচার্জ করে, ধাক্কাধাক্কি করে মহিলাদের গায়ে হাত দিয়ে অযথা উত্তেজনা তৈরির চেষ্টা করবেন না। আমরা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি। চোর তৃণমূল কংগ্রেস নই যে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করতে যাব। একটা পুরনো আইন ছিল, যেখানে বার-রেস্তোরাঁয় কাজ করার বাধা ছিল। তৃণমূল সেই আইনের পরিবর্তন এনেছে। আমরা নারী-পুরুষ সমান মনে করি। দু’জনেরই কাজ করার সমান অধিকার রয়েছে। তাতে আপত্তি নেই। কিন্তু যেখানে একজন শিক্ষিত ডাক্তার ডিউটির সময় ধর্ষণ এবং খুন হয়ে যান, সেখানে কোন সাহসে একজন মেয়ের বাড়ির লোক তাঁকে রেস্তোরাঁ-বারে কাজ করতে বলবেন? কে দেবে সুরক্ষা? পুলিশ গ্যারান্টি দেবে তো?”





