BJP in Lok Sabha Polls: শনিবার দিল্লি উড়ে যাচ্ছেন সুকান্ত-শুভেন্দু, রয়েছে বিশাল বড় চমক: সূত্র
BJP in Lok Sabha Polls: শোনা যাচ্ছে এই সপ্তাহেই চূড়ান্ত প্রার্থী তালিকা সামনে এসে যেতে পারে। শনিবার না হলেও রবিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা সামনে আনতে পারে পদ্ম শিবির। সে তালিকায় বেশ কিছু বড় নাম থাকতে পারে বলে খবর।
কলকাতা: শনিবারই দিল্লিতে তলব শুভেন্দু-সুকান্তকে। বাংলার প্রার্থী জট কাটাতে দিল্লির নেতাদের সঙ্গে আলোচনা হতে পারে বলে খবর। বর্তমানে বালুরঘাটে ভোট প্রচারে ব্যস্ত রয়েছে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সূত্রের খবর, বালুরঘাট থেকেই সোজা দিল্লি উড়ে যাবেন সুকান্ত। শুভেন্দু অধিকারী উড়ে যাবেন দমদম বিমান বন্দর থেকে। প্রসঙ্গত, আপাতত বাংলায় প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। ২০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। যদিও একটি আসন থেকে প্রার্থীর নাম প্রত্যাহারের ছবি দেখা গিয়েছে। তারপর থেকে আর সামনে আসেনি কোনও প্রার্থী তালিকা। কবে বিজেপি বাকি ২৩ আসনে প্রার্থী দেবে তা নিয়ে জল্পনা চলছেই।
শোনা যাচ্ছে, এই সপ্তাহেই চূড়ান্ত প্রার্থী তালিকা সামনে এসে যেতে পারে। শনিবার না হলেও রবিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা সামনে আনতে পারে পদ্ম শিবির। সে তালিকায় বেশ কিছু বড় নাম থাকতে পারে বলে খবর। সে কারণেই শেষবেলায় দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বিধানসভার বিরোধী দলনেতা, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতিকে। সূত্রের খবর, বাংলার বেশ কিছু আসনে প্রার্থী দেওয়া নিয়ে জট তৈরি হয়েছে। সে কারণেই পরের তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি বলেই মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রার্থী বাছাই নিয়েও চলছে চাপানউতোর। সেই জট কাটাতেই শুভেন্দু-সুকান্তকে তলব বলে মনে করা হচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটিও এখনও বৈঠকে বসতে পারেনি। প্রধানমন্ত্রী বেশ কিছু জরুরি কাজের জন্য সময় দিতে পারছে না বলে জানা যাচ্ছে। এই সব মিলিয়ে বিজেপির পরের প্রার্থী তালিকা সামনে আনতে আপাতত দেরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে আগামী শনিবারই একটা বড় মাপের চমকের দেখা যেতে পারে বলে খবর। শোনা যাচ্ছে, ওই শনিবারই বড় মাপের কোনও নেতা বিজেপিতে যোগ দিতে পারেন। তা নিয়েও চলছে চাপানউতোর।