Recruitment: ‘শুধু তারিখ পে তারিখ, আমরাও চেয়েছিলাম সময় বেঁধে দিক’, সুপ্রিম-নির্দেশে খুশি চাকরিপ্রার্থীরা

সুমন মহাপাত্র | Edited By: সায়নী জোয়ারদার

Nov 09, 2023 | 6:14 PM

Teacher Recruitment: শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা হাইকোর্টে ফিরছে। নতুন ডিভিশন বেঞ্চ গঠিত হবে। দ্রুত মামলার নিষ্পত্তি হবে। আরেক চাকরিপ্রার্থী আবু নাসের ঘরামির  কথায়, "এর আগে আমরা দেখেছি তারিখ পে তারিখ। কোনও নিষ্পত্তি হচ্ছে না। আমরা চেয়েছিলাম একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক। এই সময়ের মধ্যে মামলা শেষ হোক। "

Recruitment: শুধু তারিখ পে তারিখ, আমরাও চেয়েছিলাম সময় বেঁধে দিক, সুপ্রিম-নির্দেশে খুশি চাকরিপ্রার্থীরা
সুপ্রিম কোর্টের নির্দেশে খুশি চাকরি প্রার্থীরা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ মামলা হাইকোর্টেই ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ, তদন্ত শেষের সময়সীমাও ঠিক করে দেওয়া হয়েছে। অর্থাৎ অনন্তকাল ধরে কেন্দ্রীয় সংস্থা তদন্ত চালিয়ে যাবে, তা যাতে না হয় সেদিকে সুপ্রিম-নজর। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ ৬ মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে। ২ মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে সিবিআইকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে কী বলছেন চাকরিপ্রার্থীরা?

৯৭০ দিন হয়ে গিয়েছে। গান্ধীমূর্তির পাদদেশে বসে এসএলএসটি চাকরিপ্রার্থীদের। তাঁদের দাবি, হকের চাকরি দিতেই হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট থেকে এই নির্দেশ আসার পর খুশি তাঁরা। এক চাকরিপ্রার্থী সঙ্গীতা রায় বলেন, “আমরা এই নির্দেশে খুবই খুশি। আমরাও চাই ২ মাসের মধ্যে সিবিআই তাদের রিপোর্ট দিক। ৬ মাসের আগেই মামলা শেষ হোক। তবে এটা তো অযোগ্যদের চাকরিতে বহাল সংক্রান্ত মামলা। আমাদের সুপার নিউমেরারি পোস্টের শুনানি আগামী ১৬ তারিখ। এই শুনানিও দ্রুত হোক, আমরা তাই চাই।”

শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা হাইকোর্টে ফিরছে। নতুন ডিভিশন বেঞ্চ গঠিত হবে। দ্রুত মামলার নিষ্পত্তি হবে। আরেক চাকরিপ্রার্থী আবু নাসের ঘরামির  কথায়, “এর আগে আমরা দেখেছি তারিখ পে তারিখ। কোনও নিষ্পত্তি হচ্ছে না। আমরা চেয়েছিলাম একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক। এই সময়ের মধ্যে মামলা শেষ হোক। “

Next Article