পানগড়: পানাগড়ে সেনা ছাউনি থেকে পাকড়াও সন্দেহভাজন। সূত্রের খবর, এদিন সেনা ছাউনির মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় এক ব্যক্তিকে। যা দেখে সন্দেহ হয় সেখানে থাকা সেনা পুলিশের। তাঁর কথায় অসঙ্গতি ধরা পড়তেই তাঁকে পাকড়াও করা হয়। চলে জিজ্ঞাসাবাদ।
প্রসঙ্গত, বাংলাদেশ সঙ্কটের আবহে কপালে চিন্তার ভাঁজ চাওড়া হয়েছে ভারতেরও। অনুপ্রবেশ নিয়ে চিন্তা বেড়েছে সীমান্ত সুরক্ষা বাহিনীর। সবথেকে বেশি চিন্তা বাংলা-বাংলাদেশ সীমান্ত নিয়ে। কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের যে সীমানা রয়েছে তার বড় অংশ গিয়েছে এই পশ্চিমবঙ্গের উপর দিয়েই। এমতাবস্থায় আরও কড়া নজর রাখতে শুরু করেছে বিএসএফ। চলছে টহল। যদিও তার মধ্যে বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি এলাকায় অনুপ্রবেশের ঘটনাও ঘটেছে। অনুপ্রবেশকারীদের গ্রেফতারও করেছে পুলিশ। পাশাপাশি বাংলার বুকেই একাধিক জায়গায় কুখ্যাত সব জঙ্গি সংগঠনের গতিবিধিও নজর এসেছে পুলিশের। এই সঙ্কটময় পরিস্থিতিতে একেবারে সেনা ছাউনিতে সন্দেহভাজন ব্যক্তির পাকড়াও হওয়ার ঘটনা নতুন করে উদ্বেগের বাতাবরণ তৈরি করেছে।
ধৃত নিজের নাম শিরিষ কুমার যাদব বলে দাবি করেছে। তবে তাঁর দাবি, মোবাইলের টাওয়ার বসানোর জন্যই সে ওই এলাকায় এসেছিল। ধৃতের কাছ থেকে উদ্ধার ৫ টি মোবাইলও উদ্ধার হয়েছে। সেনা ছাউনির মধ্যে সে ছবিও তুলছিল বলে জানা গিয়েছে। সেগুলি ইতিমধ্যেই পুলিশকে হস্তান্তর করা হয়েছে। আদালতের তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ এসেছে বিচারকের তরফে। আদৌ ওই ব্যক্তি মোবাইল সংস্থার কাজ করছিল কিনা জানার জন্য সেনা মোবাইল সংস্থার কর্তার কাছেও খোঁজ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।