কলকাতা: সদস্য সংগ্রহে ব্যর্থ বঙ্গ বিজেপি! ফেল করেছে বঙ্গ বিজেপি! মত দলের কেন্দ্রীয় নেতার। লক্ষ্যমাত্রা ১ কোটি। এখনও পর্যন্ত সদস্য সংগ্রহ ২৬.৯৪ লক্ষ। বৃহস্পতিবার সল্টলেকের এক হোটেলে সক্রিয় সদস্য সংগ্রহ নিয়ে কর্মশালা ছিল বঙ্গ বিজেপির। সেখানেই সদস্য সংগ্রহের ব্যর্থতা নিয়ে বঙ্গ বিজেপিকে বিঁধলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গে ২৬.৯৪ লক্ষ সদস্য সংগ্রহ হয়েছে বিজেপির।
সেই হিসাব ধরেই এদিনের বৈঠকে মঙ্গল পাণ্ডে বলেন, পাস করতে গেলে তো ১০০ তে ৩০ পেতে হয়। তাও হয়নি। সূত্রের খবর, সেই সময় বৈঠকে উপস্থিত এক নেতা বলেন, “১০০ তে তো ৩৪ পেতে হয়।” তা শুনে মঙ্গল পাণ্ডে বলেন, তাহলে তো ডাহা ফেল করেছেন। চেষ্টা করুন আর যে ক’টা দিন আছে। পাশ করতে পারেন যদি!
পশ্চিমবঙ্গে সদস্য সংগ্রহের ‘ব্যর্থতা’র কারণে মণ্ডল পিছু সক্রিয় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ১০০ থেকে কমিয়ে ৫০ করা হয়। কিন্তু তাতেও বেশিরভাগ মণ্ডল লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি বলে খবর। সেই প্রসঙ্গ তুলে মঙ্গল পাণ্ডে বলেন, “এই পরিস্থিতি হলে তো দলের সাংগঠনিক নির্বাচন করা যাবে না! কি করবেন আপনারা? সমস্যা থেকে বেরোন।”
নিয়মানুসারে, ৫০ শতাংশ মণ্ডলে যদি ৫০ জন করে সক্রিয় সদস্য না হয় তাহলে ওই মণ্ডলে সাংগাঠনিক নির্বাচন করা যাবে না। বেশিরভাগ মণ্ডলে এহেন পরিস্থিতি হলে জেলার সাংগঠনিক নির্বাচন করা যাবে না। জেলা না হলে রাজ্যের সাংগঠনিক ভোট করায় সমস্যা দেখা দেবে। সে ক্ষেত্রে বঙ্গে বিজেপির অ্যাডহক সভাপতি, অ্যাডহক পদাধিকারী করতে হবে।
এদিকে বঙ্গ নেতাদের আর্জিতে সদস্য সংগ্রহের সময়সীমা বারবার করে বাড়িয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। শেষমেষ স্থির হয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত সদস্য সংগ্রহ করা যাবে বঙ্গে। সক্রিয় সদস্য হতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্তত ১০০ জন প্রাইমারি বা প্রাথমিক সদস্য করতে হবে। আর সক্রিয় সদস্য না হলে কেউ পদাধিকারী হতে পারবেন না। এখন দেখার ৩১ ডিসেম্বর পর্যন্ত ছবিটা কেমন দাঁড়ায়।