Suvendu Adhikari:’ও একজন প্রতিষ্ঠিত চোর, ডকুমেন্টারি চোর’, কুণালের দায়িত্ব নিয়ে শুভেন্দুর তোপ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 01, 2022 | 2:37 PM

Suvendu Adhikari: দলীয় সূত্রে খবর, জেলা, ব্লক কমিটির সঙ্গে সমন্বয় করবেন কুণাল ঘোষ। কিন্তু এ বিষয়টিতে চরম কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা।

Suvendu Adhikari:ও একজন প্রতিষ্ঠিত চোর, ডকুমেন্টারি চোর, কুণালের দায়িত্ব নিয়ে শুভেন্দুর তোপ
কুণাল ঘোষ সম্পর্কে শুভেন্দু অধিকারী

Follow Us

কলকাতা: ‘ও একজন প্রতিষ্ঠিত চোর’, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সম্পর্কে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর গড়ে এবার তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্রকে বিশেষ দায়িত্ব দিয়েছে দল। পঞ্চায়েত ও হলদিয়া পুর নির্বাচনে বিশেষ নজর। মঙ্গলবার থেকেই কাজ শুরুর নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, জেলা, ব্লক কমিটির সঙ্গে সমন্বয় করবেন কুণাল ঘোষ। সম্প্রতি শুভেন্দু অধিকারী এবং তাঁর পরিবার নিয়ে সবচেয়ে বেশি সরব হতে দেখা গিয়েছে কুণাল ঘোষকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, প্রবল শুভেন্দু বিরোধিতার জন্য কুণালকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কুণালের এই দায়িত্ব নিয়ে চরম কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা।

মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেন, “এরকম একজন নিকৃষ্ট মানের লোক, যার মুখ অবিলম্বে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা উচিত। একটা লোক সাড়ে তিন বছর চুরির দায়ে জেলে ছিল। প্রতিষ্ঠিত চোর। ডকুমেন্টারি চোর। তাঁর সম্পর্কে কেন বলান আমাকে?” গড় শব্দটি নিয়ে প্রবল আপত্তি রয়েছে তাঁর। শুভেন্দু বলেন, “আমার কোনও গড় নেই। আমরা ভারতবাসী। সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি। ভারতবর্ষই আমার গড়।”

যদিও নিজের দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসী ও তুষ্ট কুণাল ঘোষ। তা তাঁর কথাতেই স্পষ্ট। তিনি বলেন, “আমাদের দলে অবজারভার বলে কোনও পদ নেই। আমাকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন হলদিয়াকে কেন্দ্র করে এই দিকটায় একটু বেশি সময় দিতে।”

দলীয় সূত্রে খবর, আজ থেকেই কুণাল ঘোষকে তাঁর দায়িত্ব সামলানোর নির্দেশ দিয়েছে দল। সাংবাদিকতার জগত থেকে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন কুণাল ঘোষ। এই মুহূর্তে তিনি অন্যতম সক্রিয় তৃণমূলের মুখপাত্র। তবে তাঁর পাশাপাশি দলের সংগঠনিক বিষয়ে শীর্ষ নেতৃত্বকে সাহায্য করতে দেখা গিয়েছে তাঁকে। তৃণমূলের অন্দরে মনে করা হচ্ছে, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শুভেন্দুর গড়ে ঘাস ফুলের প্রতিষ্ঠানকে আরও বেশি সাংগঠনিক করতেই কুণালের এই দায়িত্ব।