Suvendu Adhikari: নন্দীগ্রামে অভিষেকের পাল্টা মহামিছিলে ‘না’ পুলিশের, বিচারপতি মান্থার বেঞ্চে মামলা ঠুকলেন শুভেন্দু

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 08, 2023 | 11:54 AM

Suvendu Adhikari: কখনও বাঁকুড়া, কখনও বাঁকুড়া, মিছিলের অনুমতি পেতে অনেকবারই আদালতের দ্বারস্থ হতে হয়েছে শুভেন্দুকে।

Suvendu Adhikari: নন্দীগ্রামে অভিষেকের পাল্টা মহামিছিলে ‘না’ পুলিশের, বিচারপতি মান্থার বেঞ্চে মামলা ঠুকলেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী

Follow Us

কলকাতা : মিছিলের অনুমতি পেতে ফের আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার নিজের বিধানসভা কেন্দ্রেই পুলিশের থেকে মিছিলের অনুমতি চেয়ে ফিরতে হয়েছে তাঁকে। তারপরই বৃহস্পতিবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। শুক্রবারই শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করে নন্দীগ্রামে যাওয়ার পরই পাল্টা এই মিছিলের ডাক দিয়েছিলেন শুভেন্দু।

আগামী ১৬ জুন নন্দীগ্রামে বিধায়কের কার্যালয় থেকে নন্দীগ্রাম জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল করার কথা বিরোধী দলনেতার। মিছিল শেষে সভা করার পরিকল্পনাও রয়েছে। অভিযোগ, সেই মিছিল ও সভার জন্য আবেদন জানানো হলেও কোনও উত্তর মেলেনি পুলিশ-প্রশাসনের তরফে।

কয়েকদিন আগেই তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচি নিয়ে নন্দীগ্রামে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। চণ্ডীপুর থেকে প্রায় ২০ কিলোমিটার হেঁটে নন্দীগ্রামে গিয়ে বিধায়ক শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক। এরপরই পাল্টা মহামিছিলের ডাক দেন শুভেন্দু। তিনি জানিয়েছিলেন, বহিরাগতদের নিয়ে নয়, নন্দীগ্রামের মানুষকেও সামিল করবেন মহামিছিলে। প্রাথমিকভাবে ২০ জুন সেই মিছিল করার কথা জানানো হলেও, পরে জানা গিয়েছে, ১৬ জুন দিনটিকে বেছে নিয়েছে বিজেপি। ১৬ জুন দুপুর ৩ টেয় ‘মহা পদযাত্রা’ হবে বলে প্রচারও শুরু করা হয়েছে। অনুমতি না মেলায় সেই মিছিল নিয়েই তৈরি হয় জট।

কখনও বাঁকুড়া, কখনও মালদহ, মিছিলের অনুমতি পেতে অনেকবারই আদালতের দ্বারস্থ হতে হয়েছে শুভেন্দুকে। গত মে মাসেও বিচারপতি রাজাশেখর মান্থা অনুমতি দেওয়ার পরই বাঁকুড়ার সিমলাপালে মিছিল করতে পেরেছিলেন শুভেন্দু। তবে, মালদহে উল্টো চিত্র দেখা গিয়েছিল। হবিবপুরে সভা করতে চেয়ে মামলা হওয়ার পর আদালতের ‘গ্রিন সিগন্যাল’ পাননি বিরোধী দলনেতা।

Next Article