কলকাতা: প্রচণ্ড গরম। যার জেরে হাপিত্যেশ করছেন সাধারণ মানুষ। এর মধ্যে আবার দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট (Panchayet Election)। ফলে ময়দানে নেমে প্রচার সারতে হচ্ছে রাজনৈতিক দলগুলিকে। কিন্তু গরমের জেরে কার্যত কাহিল হয়ে পড়ছেন নেতা-কর্মীরা। সেই কারণে সভা বাতিলের ভাবনা চিন্তা বঙ্গ বিজেপি-র (BJP)।
একদিকে কেন্দ্রীয় দলের চাপ, অন্যদিকে প্রকৃতির চাপ। কার্যত দিশেহারা বিজেপির রাজ্য নেতারা। গেরুয়া শিবির সূত্রে খবর, দিনে একাধিক সভা করতে পারছেন না নেতা-কর্মরা। জমায়েত তো হচ্ছে। কিন্তু কম । অথচ কেন্দ্রীয় দলের চাপ,আর সামনে পঞ্চায়েত নির্বাচন। এই অবস্থায় মোদী সরকারের কর্মসূচি রাজ্য জুড়ে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে নেতাদের। তার উপর ২৯৪টি বিধান সভা কেন্দ্রে জনসভার পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি। কিন্তু প্রচণ্ড গরমে নেতারা নেতারা তা করতে পারছেন না। তাই আপাতত দিনে একটি করে সভা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি ।
বিজেপি-র রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার বলেন, “পার্টির একটি টিম এই সিদ্ধান্ত নেয়। আমি চেষ্টা করব তাঁরা আমায় যা দায়িত্ব দিয়েছে পুরোটাই শেষ করার। সবাইকেই দায়িত্ব নিতে হবে। আমরা দিনে দু’টো করে সভা করব ভেবেছিলাম। কিন্তু চরম গরমে তা করে ওঠা সম্ভব হচ্ছে না। একটি করে সভা করা হবে।”
চলতি মাসে প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা ছিল। বঙ্গ বিজেপি সূত্রে খবর,গরমের জন্য তা পিছিয়ে দেওয়া হচ্ছে। প্রকৃতির এই বাধা বিজেপি নেতারা যদিও আশা করেননি।
দলের মধ্যে নিন্দুকের আবার বলছে, শুরুতেই প্রকৃতির বাধা। সময়টা হয়ত খারাপ যাচ্ছে। ভেবেছিল বৃষ্টি শুরু হয়ে যাবে। কিন্তু তা না হওয়ার ফলে প্রচণ্ড তাপ প্রবাহে এমনই সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। যদিও, ঠিক করা হয়েছে,এই মাসের শেষের দিকে বাতিল হওয়া সভা পুনরায় করা হবে।