কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাসকে তলব করল লালবাজার। আর তলব পেয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দুর আইনজীবী। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
সোমবারই শুভেন্দুর আইনজীবী সূর্যনীল দাসকে তলব করে লালবাজার। আগামী ২১ ফেব্রুয়ারি তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শুভেন্দুর আইনজীবীর বক্তব্য, তিনি তিনি শুভেন্দু অধিকারীর সন্দেশখালি অভিযান নিয়ে মামলা দায়ের করার পর থেকে বিভিন্ন ভাবে হেনস্থার শিকার হচ্ছেন। তারপরই লালবাজারের তলব। যদিও কোন ধারায় সূর্যনীলকে নোটিস পাঠানো হয়েছে, তা উল্লেখ করেননি লালবাজারের ACB। আর সেই বিষয়টি উল্লেখ করে সোমবারই বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলা করেন আইনজীবী। মঙ্গলবার এই মামলার শুনানি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী আরও তিন বিধায়ককে নিয়ে সন্দেশখালি যান। কিন্তু সেখানে যাওয়ার পথে বারবার বাধার মুখে পড়েন তিনি। কিন্তু সেসব টপকে সরবেড়িয়া পর্যন্ত পৌঁছতেও পারেন। কিন্তু তারপর সেখানে পুলিশ তাঁর পথ আটকে দেয়। ১৪৪ ধারা জারি রয়েছে, এই কারণ দর্শিয়ে তাঁকে আর এগোতে দেওয়া হয়নি। যদিও শুভেন্দুর বক্তব্য ছিল, ১৪৪ ধারা সর্বত্র জারি নেই। আর তিনি নিয়ম মেনেই তিন বিধায়ককে সঙ্গে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কোনওভাবেই ১৪৪ ধারা লঙ্ঘিত হতে পারে না। কিন্তু পুলিশ সে কথা শোনেনি। পরে সরবেড়িয়াতেই ধরনা অবস্থানে বসে পড়েন শভেন্দু। বিকালে দিকে বেরিয়ে আসেন গ্রাম থেকে। তবে সেদিনই তিনি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। পরের দিন বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে মামলা দায়ের করেন। সেই মামলায় শুভেন্দুর আইনজীবী সূর্যনীল। অভিযোগ, তারপর থেকেই সূর্যনীলকে হেনস্থা করা হচ্ছে। লালবাজারে তলবের নোটিস পান তিনি।