Mamata-Babun: মমতার পরিবারে থাবা বসানোর কথা বলেছিলেন শুভেন্দু, আরও এক ভাইকে নিয়ে ছিল জল্পনা

সৌরভ গুহ | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 13, 2024 | 5:55 PM

Mamata-Babun: ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেও রাজনীতির ময়দানে তেমনভাবে বাবুন আলোচনায় উঠে আসেননি। কিন্তু ২৪-এর ভোটের আগে তৃণমূলের একটা অংশ থেকে খবর ছড়িয়ে যায়, বাবুন ভোটে লড়তে পারেন হাওড়া থেকে। বাবুনও নাকি ভোট প্রস্তুতির কথা জানিয়েছিলেন ঘনিষ্ঠ মহলে।

Mamata-Babun: মমতার পরিবারে থাবা বসানোর কথা বলেছিলেন শুভেন্দু, আরও এক ভাইকে নিয়ে ছিল জল্পনা
মমতা বন্দ্যোপাধ্য়ায় (ফাইল ছবি)
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: মমতার পরিবারে ভাঙন? বুধবারের ঘটনাক্রম এই প্রশ্নই তুলে দিয়েছে রাজনৈতিক মহলে। লোকসভা ভোট যখন আসন্ন, তখন দলবদলের জল্পনা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের। বাবুন বন্দ্যোপাধ্যায় নিজে জল্পনা উড়িয়ে দিয়েছেন। তবে বিজেপির সঙ্গে যোগাযোগ নিয়ে উঠেছে প্রশ্ন। এর আগে ২০২১-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ বোমা ফাটিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন, আমি আপনার বাড়িতেও পদ্ম ফোটাবই। বর্তমান বিরোধী দলনেতা সেই সময় দাবি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে হানা দিয়েছে বিজেপি। বিষয়টা নিয়ে চর্চাও হয়েছিল রাজনৈতিক মহলে। কিন্তু সেই সময় আলোচনার কেন্দ্রে ছিলেন না বাবুন বন্দ্যোপাধ্যায়। তখন আলোচনা হয়েছিল মমতার আর এক ভাই কার্তিক বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে।

ঘনিষ্ঠ মহলে কার্তিক নাকি বেসুরো, এমন দাবি নিয়ে চর্চা হয়েছিল একুশের ভোটের আগে। তবে ভোট এলে সব জল্পনা শেষ হয়। কোনও দলে যোগ দেননি কার্তিক। সেই অর্থে কখনও তৃণমূলও করেননি তিনি। এরপর ২০২২ সালের পুরভোটে টিকিট পান সেই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়।

কার্তিককে নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। তবে বাবুনকে নিয়ে সেভাবে চর্চা হয়নি কখনও। তিনি ক্রীড়া সংগঠক হিসেবেই পরিচিত। বড় দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ও তাই। ক্রীড়া সংগঠক হিসেবেই দায়িত্ব রয়েছে তাঁদের।

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেও রাজনীতির ময়দানে তেমনভাবে বাবুন আলোচনায় উঠে আসেননি। কিন্তু ২৪-এর ভোটের আগে তৃণমূলের একটা অংশ থেকে খবর ছড়িয়ে যায়, বাবুন ভোটে লড়তে পারেন হাওড়া থেকে। বাবুনও নাকি ভোট প্রস্তুতির কথা জানিয়েছিলেন ঘনিষ্ঠ মহলে। আর এবার বাবুনের সঙ্গে কার্যত এক পারিবারিক সংকট তৈরি হয়েছে মমতার।

ঘাসফুলের অন্দর কান পাতলে শোনা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানকে ঘিরেই বেসুরো হন বাবুন ও কার্তিক। অনেকেই মনে করেন মমতার আর এক ভাই অমিত বন্দ্যোপাধ্য়ায়ের ছেলে অভিষেকের এমন রকেট গতিতে উত্থান তাঁর কাকারা খুব একটা ভাল চোখে দেখেননি।