কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনে বঙ্গ রাজনীতির ফোকাস ছিল শুভেন্দু অধিকারীর দিকে। মমতার প্রতিপক্ষ হয়ে লড়ে তিনি জয় এনে দিয়েছেন নন্দীগ্রামে। আলোচনা ও বৈঠকের পর এবার সেই শুভেন্দু অধিকারীকেই বিরোধী দলনেতা হিসেবে বাছল গেরুয়া শিবির। প্রথম থেকে এই পদের জন্য তাঁর নামই সবার ওপরে ছিল। সোমবার বিজেপির দলীয় বৈঠকে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুর নামই উঠে এল। এছাড়া বিধানসভার মুখ্য সচেতক হলেন মনোজ টিগ্গা।
আজ সোমবার এক দিকে যখন রাজভবনে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা, অন্য দিকে তখন বিজেপির দফতরে বসেছিল পরিষদীয় কমিটির বৈঠক। উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়-সহ রাজ্য বিজেপির নেতারা। আর সেখানেই শুভেন্দুর নাম বিরোধী দলনেতা হিসেবে স্থির হয়েছে। এই জল্পনা অবশ্য আগে থেকেই ছিল। শুভেন্দুর পাশাপাশি মুকুলের নাম নিয়েও কানাঘুষো চলছিল। তবে সোমবার সকালেই নিজের নাম নিয়ে জল্পনার কথা উড়িয়ে দেন মুকুল। ‘বয়স হয়ে গিয়েছে’ বলেই বিরোধী দলনেতা পদে থাকছেন না বলে উল্লেখ করেন তিনি। এ দিনের বৈঠকে মুকুলই শুভেন্দুর নাম প্রস্তাব করেন। তিনি বলেন, ‘বিরোধী দলনেতা হিসেবে সবাই শুভেন্দুকেই দেখতে চাইছে।’
গুরুত্বপূর্ণ এই পদে তাঁর নাম উঠে আসার পর শুভেন্দু অধিকারী বলেন, ‘শান্তির বাংলা, হিংসামুক্ত বাংলা গড়ে উঠুক এটাই আমার প্রার্থনা।’ বারবার তৃণমূলকে ‘প্রাইভেট লিমিটেড কোম্পান বলে আগেও তোপ দেগেছেন শুভেন্দু। এ দিন ফের একবার কটাক্ষের সুরে বলেন, ‘বিজেপি নামে কোনও লিমিটেড চলে না। আমি আমি নই, এই দলে আসলে আমরা।’ সবার পরামর্শ নিয়েই কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে রাজ্যে হিংসার ঘটনারও উল্লেখ করলেন তিনি।
অন্য দিকে মুকুল রায় এ দিন বলেন, শুভেন্দুর হাতে ব্যাটন দেওয়া হয়েছে। ও দৌড়বে আর আমরা নিশ্চিত পৌঁছে যাব লক্ষ্যে। শুভেন্দু একজন যোগ্য সহকর্মী। ওকে মাথায় রেখেই লড়তে হবে।’ সোনার বাংলার গড়ার ডাক দিয়ে মুকুল বলেন, ‘যে আশা করে নির্বাচন নেমেছিলাম, সেটায় হয়ত উত্তীর্ণ হতে পারিনি। কিন্তু লেগে থাকলে সোনার বাংলা গড়তে পারব।’