দেড় ঘণ্টার মাধ্যমিক, কমছে প্রশ্নপত্র, আর কী পদক্ষেপ রাজ্য সরকারের?

ঋদ্ধীশ দত্ত |

May 27, 2021 | 10:22 PM

শিক্ষাবিদদের একাংশের মতে, সরকার যতটা সহজে বিষয়টা বলেছে বাস্তবে তা আদৌ ততটা মসৃণ হবে না।

দেড় ঘণ্টার মাধ্যমিক, কমছে প্রশ্নপত্র, আর কী পদক্ষেপ রাজ্য সরকারের?
অলংকরণ- অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: পড়ুয়াদের যাবতীয় উৎকণ্ঠা ও অপেক্ষার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার জানিয়ে দিলেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছেই। তবে কিছুটা নজিরবিহীনভাবে মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে জানান মমতা। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, যেহেতু উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের ফলাফলের উপর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়ার বিষয় থাকে, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার পাশাপাশি তিনি জানান, গোটা দেশে সম্ভবত পশ্চিমবঙ্গই প্রথম এই পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করল।

একনজরে দেখে নিন অতি মহামারির মধ্যে কীভাবে পরীক্ষা প্ল্যান করছে রাজ্য সরকার…

অলংকরণ অভীক দেবনাথ

♦ জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক

♦ অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক

♦ নিজের স্কুলে (হোম সেন্টার) দূরত্ববিধি মেনে পরীক্ষা

♦ সিলেবাস কমিয়ে পরীক্ষা

♦ ৩ ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায়

♦ উদাহরণস্বরূপ: ৩ ঘণ্টায় ১০ টার বদলে দেড় ঘণ্টায় ৫ টা প্রশ্নের উত্তর লিখতে হবে

♦ পড়ুয়াদের আগামীর কথা মাথায় রেখে আগে উচ্চ মাধ্যমিক

♦ মাধ্যমিকে আবশ্যিক ৭ বিষয়ে পরীক্ষা

♦ ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে না (গুরুত্বপূর্ণ বাদে)

♦ বাকি বিষয়ের মূল্যায়ন করবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ

♦ প্রশ্ন এবং উত্তরপত্র সংরক্ষিত থাকবে নিকটবর্তী থানা বা প্রশাসনিক ভবনে

♦ পরীক্ষার বাকি প্রোটোকল এবং নির্ঘণ্ট জানাবে শিক্ষা সংসদ

আরও পড়ুন: লকডাউনের সুফল নাকি অন্য কারণ? একধাক্কায় কমল সংক্রমণের হার, আশার আলো দেখছে বঙ্গবাসী

যদিও শিক্ষাবিদদের একাংশের মতে, সরকার যতটা সহজে বিষয়টা বলেছে বাস্তবে তা আদৌ ততটা মসৃণ হবে না। সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসুর কথায়, “ইতিমধ্যেই একবার সিলেবাস কমানো হয়েছে। এ বার আজকের ঘোষণার পর হয় সিলেবাস আরও সংক্ষিপ্ত করতে হবে নয়তো প্রশ্নপত্রের কাঠামো বদলে ফেলতে হবে।” যদি শুধুমাত্র ছোট প্রশ্নই করা হয়, তা হলেও পড়ুয়াদের প্রস্তুতি অন্যরকমের করতে হবে বলে তিনি মনে করছেন।

আরও পড়ুন: ‘দুয়ারে ত্রাণ’ নিয়ে যাচ্ছে রাজ্য, আপাতত বরাদ্দ ১০০০ কোটি, জানালেন মমতা

 

 

 

Next Article