Tapas Roy on Sudip Banerjee: ‘আমি দুর্নীতিগ্রস্ত, হেফাজতে থাকা নেতা নই’, সুদীপকে চাঁচাছোলা জবাব তাপসের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 14, 2022 | 4:33 PM

Tapas Roy on Sudip Banerjee: সুদীপের বক্তব্যে অহঙ্কার আর ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন তাপস রায়।

Tapas Roy on Sudip Banerjee: আমি দুর্নীতিগ্রস্ত, হেফাজতে থাকা নেতা নই, সুদীপকে চাঁচাছোলা জবাব তাপসের

Follow Us

কলকাতা : বিভিন্ন জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের কথা সামনে আসে মাঝে মধ্যেই। তবে দলের দুই বর্ষীয়ান নেতার এমন প্রকাশ্যে সংঘাতের নজির খুব বেশি নেই। তৃণমূলের দুই নেতা, একজন বিধায়ক, অন্যজন সাংসদ। তাঁরাই একেবারে সরাসরি চাঁচাছোলায় ভাষায় আক্রমণ করছেন। গত কয়েকদিন ধরেই বাংলার রাজনীতি সরগরম তাপস রায় ও সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের সংঘাত ঘিরে। বিজয়া সম্মিলনীতে গিয়ে তাপস রায়ের নাম না করে ‘কুত্তা ভৌকে হাজার’ বলে কটাক্ষ করেছেন সুদীপ। আর তাঁকে জবাব দিতে পিছপা হননি তাপস রায়ও। সুদীপের বক্তব্যে অহঙ্কার আর ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

মোদীর সঙ্গে বসে সংসদ চালান সুদীপ!

মহাজাতি সম্মেলনে বিজয়া সম্মিলনীতে গিয়ে সুদীপ বলেছেন, ‘বিজেপির কোনও ছোট নেতার সঙ্গে আমার লুকিয়ে লুকিয়ে দেখা করার প্রয়োজন নেই। আমি যখন দিল্লিতে যাই, সর্বদলীয় বৈঠকে আমার সামনে নরেন্দ্র মোদী বসেন। মোদীর পাশে বসে সংসদ করি।’ TV9 বাংলাকে প্রতিক্রিয়া দিতে গিয়ে তাপস রায় বলেন, ‘দল সাংসদ করেছে, তাই গিয়েছেন। এত অহঙ্কারের কিছু নেই।’

‘কোনও দিন কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করেননি সুদীপ’

তাপস রায়ের দাবি, কেন্দ্র নানা ধরনের ষড়যন্ত্র করেছে এজেন্সি দিয়ে। অথচ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সংসদে গিয়ে কোনও দিনই কেন্দ্রকে সেস সব নিয়ে কিথু বলেননি। বরানগরের বিধায়ক বলেন, কেন্দ্র প্রাপ্য পাওনা দিচ্ছে না। গত আড়াই বছরে সংসদের ভিতরে বা বাইরে এসব নিয়ে চাপ সৃষ্টি করেননি সুদীপ। তাঁর দাবি, অনেক সাংসদই তাঁর কাছে এমন অভিযোগ করেছেন। কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়কে কথা বলতে শোনা গেলেও সুদীপকে কখনও সেভাবে মুখ খুলতে দেখা যায় না বলে মন্তব্য করেছেন তাপস।

‘আমি কালিমালিপ্ত-দুর্নীতিগ্রস্ত নই’

তাপস রায়ের দাবি, সুদীপ কোনও দিনই সংগঠনের নেতা নন। ওঁর হাত ধরে কে রাজনীতে এসেছে সেটাও জানা নেই। সুদীপকে জবাব দিতে গিয়ে তাপস রায় বলেন, আমি কালিমালিপ্ত নই, দুর্নীতিগ্রস্ত নই, হেফাজতে থাকা নেতা নই। উল্লেখ্য, সারদা মামলায় নাম জড়ানোয় গ্রেফতার হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন কেন্দ্রীয় সংস্থার হেফাজতে ছিলেন তিনি।

Next Article