Kunal on Tapas Roy: ‘পুরনো দলকে কুৎসিত আক্রমণ করবেন না’, তাপসকে বার্তা কুণালের, মুখ খুললেন অভিষেকও

সৌরভ গুহ | Edited By: সায়নী জোয়ারদার

Mar 06, 2024 | 9:13 PM

TMC-BJP: সোমবার তৃণমূল ছাড়েন তাপস রায়। বিধানসভায় গিয়ে ইস্তফা দেন বিধায়ক পদ থেকে। বুধবারের মধ্যে বিজেপি শিবিরে যোগও দিয়ে ফেলেছেন। যোগ দিয়েই বলেছেন, যত দিন রাজনীতি করবেন, বিজেপির সঙ্গে থেকে সর্বসততা দিয়েই রাজনীতি করবেন।

Kunal on Tapas Roy: পুরনো দলকে কুৎসিত আক্রমণ করবেন না, তাপসকে বার্তা কুণালের, মুখ খুললেন অভিষেকও
তাপসের বাড়িতে কুণাল ঘোষ। ফাইল ছবি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: তাপস রায় বিজেপিতে যোগ দিতেই এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষের বার্তা, দলের কর্মীরা তাঁকে ভালবাসেন। তাই তিনি যেন পুরনো দলের বিরুদ্ধে ‘কুৎসিত আক্রমণ’-এর পথে না হাঁটেন। যদিও ইতিমধ্যেই তাপস রায় মুখ খুলে ফেলেছেন। বুধবার বিজেপিতে যোগ দিয়েই তাপস রায়ের মতো ‘সিনিয়র লিডার’ তোপ দেগেছেন, এই সরকার শাহজাহান-শিবুদের সরকার।

সোমবার তৃণমূল ছাড়েন তাপস রায়। বিধানসভায় গিয়ে ইস্তফা দেন বিধায়ক পদ থেকে। বুধবারের মধ্যে বিজেপিতে যোগও দিয়ে ফেলেছেন। যোগ দিয়েই বলেছেন, যত দিন রাজনীতি করবেন, বিজেপির সঙ্গে থেকে সর্বসততা দিয়েই রাজনীতি করবেন।

একইসঙ্গে তাপস রায়কে বলতে শোনা যায়, “এই সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারদের সরকার, শিবু হাজরাদের সরকার। বাংলা থেকে এই অমানবিক জলদস্যুদের সরিয়ে সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, তাই বিজেপিতে যোগ দিলাম।”

তবে কুণালের পোস্ট, ‘তাপস রায়ের দলত্যাগ দুর্ভাগ্যজনক। তাঁর বিজেপিতে যোগদান আরও দুর্ভাগ্যজনক। তবু আশা করব, তিনি শুভেন্দু-ভাইরাসে আক্রান্ত হবেন না। তৃণমূল কর্মীরা তাঁকে ভালবাসতেন। তাঁদের আবেগে আঘাত করে তিনি যেন বিজেপির ভাষায় পুরনো দলের বিরুদ্ধে কুৎসিত আক্রমণ না করেন।’

তাপসের দলবদলের পরই বিজেপির বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘ওয়াশিং মেশিন’ তত্ত্ব তুলে তাপসের বাড়িতে ইডি হানার প্রসঙ্গ টানলেন। এক্স হ্যান্ডলে অভিষেক বলেন, ইডির হানার ২ মাসের মধ্যে বিজেপিতে যোগ দিলেন তাপস রায়।

Next Article