Tapas Roy: একবারও সন্দেশখালি গেলেন না কেন? টিভিনাইন বাংলাকে কী বললেন তাপস রায়

Mar 07, 2024 | 9:41 PM

Tapas Roy: তাপস রায় বলেন, "জ্যোতিবাবু, বুদ্ধবাবুর সময়ে আমি হোম বাজেটে ছিলাম। আমার শুরুটাই ছিল, 'আপনি বলছেন আপনাদের কর্মী খুন হচ্ছে। এ তো আপনাদের ব্যর্থতা।' এখন দেখছি মা বোনেদের সম্ভ্রম ইজ্জত যাচ্ছে, হাহাকার, আর্তনাদ করছেন। ধানতলা, বানতলা প্রতিবাদ করব, সিঙ্গুর, ছোট আঙারিয়া, নন্দীগ্রাম প্রতিবাদ করব। আর বগটুই, হাসখালি, সন্দেশখালি প্রতিবাদ করব না?"

Tapas Roy: একবারও সন্দেশখালি গেলেন না কেন?  টিভিনাইন বাংলাকে কী বললেন তাপস রায়
বিজেপি নেতা তাপস রায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বুধবারই বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন তাপস রায়। বিজেপিতে যোগ দিয়ে রাজ্য সরকারকে শাহজাহানের সরকার বলে তোপ দেগেছেন তাপস রায়। টিভিনাইন বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে খোলামেলা সাক্ষাৎকারে তাপস রায় জানালেন, যতদিন সুস্থ থাকবেন, রাজনীতিতে থাকবেন, ততদিন অন্যায়ের প্রতিবাদ করবেন। একইসঙ্গে এদিন বলেন, কেন তিনি শাসকদলে থাকাকালীন একবারের জন্যও সন্দেশখালি যাননি।

তাপস রায় বলেন, “জ্যোতিবাবু, বুদ্ধবাবুর সময়ে আমি হোম বাজেটে ছিলাম। আমার শুরুটাই ছিল, ‘আপনি বলছেন আপনাদের কর্মী খুন হচ্ছে। এ তো আপনাদের ব্যর্থতা।’ এখন দেখছি মা বোনেদের সম্ভ্রম ইজ্জত যাচ্ছে, হাহাকার, আর্তনাদ করছেন। ধানতলা, বানতলা প্রতিবাদ করব, সিঙ্গুর, ছোট আঙারিয়া, নন্দীগ্রাম প্রতিবাদ করব। আর বগটুই, হাসখালি, সন্দেশখালি প্রতিবাদ করব না?”

তাপস রায়ের কথায়, এ ধরনের ঘটনা সভ্য সমাজে শিহরণ জাগায়। দিনের পর দিন সন্দেশখালিতে নির্মম অত্যাচার ঘটেছে বলে বিশ্বাস সদ্য শাসকশিবির ছেড়ে আসা তাপস রায়ের। তিনি বলেন, “আমি তাই সন্দেশখালি যাইনি। অনেকদিনই সেখানে যাওয়া শুরু হয়েছে। আমাকে যেতেও বলা হয়েছিল, আমি যাইনি। কারণ এরা দুর্বৃত্ত, দস্যু। বলছে সিপিএম। তাহলে সিপিএম থেকে আসা লোককে কেন জায়গা দেওয়া হল? প্রশাসনের তো দু’ মিনিট লাগে এদের ঠান্ডা করতে।”

তাপস রায় বলেন, “এরকম সন্দেশখালির ঘটনা আরও আছে। সময়মতো সব সামনে আসবে। এই দস্য়ুদের দিনের পর দিন প্রশ্রয় দেওয়া হল। এটা খুব পীড়া দিয়েছে আমাকে। সন্দেশখালি কোথায় গিয়ে দাঁড়াবে জানি না। ওয়াটার লু হতে পারে তৃণমূলের। একটা সিঙ্গুর, একটা নন্দীগ্রাম, একটা ছোট আঙাড়িয়া হলে সন্দেশখালিই বা নয় কেন?”

Next Article