Singur Movement: ন্যানোর স্বপ্নের বীজ বুনেও সিঙ্গুরকে ‘টা-টা’ রতনের, ফিরে দেখা আড়াই বছরের ঘটনার ঘনঘটা
Singur Movement: মাত্র এক লাখ টাকায় গাড়ি। স্বপ্ন দেখেছিলেন রতন টাটা। আর বাংলায় তার বাস্তবায়নের চেষ্টা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু, আড়াই বছরের টানাপোড়েন শেষে বাংলা থেকে ন্যানোর কারখানা পাড়ি দিল গুজরাটে। এই আড়াই বছরে কী হয়েছিল? দেখে নিন একনজরে।

মাত্র মাস দুয়েকের ব্যবধান। একজন না ফেরার দেশে পাড়ি দিয়েছেন গত ৮ অগস্ট। অন্যজন ৯ অক্টোবর। সিঙ্গুরে এক লাখ টাকা দামের গাড়ি তৈরির স্বপ্ন দেখেছিলেন তাঁরা। প্রথমজন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দ্বিতীয়জন শিল্পপতি রতন টাটা। বাংলায় টাটাদের ন্যানো গাড়ির স্বপ্ন বাস্তবায়নের জন্য ২০০৬ সালের প্রথম থেকে সলতে পাকানো শুরু করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু, ২ বছরের টানাপোড়েন। দফায় দফায় বৈঠক। রাজ্যপালের মধ্যস্থতা। কোনও কিছুই কাজে আসেনি। আড়াই বছরের মাথায় রাজ্য থেকে ন্যানো গাড়ির প্রকল্প গুজরাটে সরিয়ে নিয়ে গেলেন রতন টাটা। ফিরে দেখা যাক আড়াই বছরের ইতিবৃত্ত। দেশের মধ্যবিত্ত মানুষের কাছে এক লাখ টাকা দামের গাড়ি পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন রতন টাটা। আর তাঁর...
