AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tathagata Roy On Dilip Ghosh: দিলীপ ঘোষ কি তৃণমূলে? ‘গন্ধ’ পাচ্ছেন প্রাক্তন বিজেপি সভাপতি তথাগত রায়

Tathagata Roy On Dilip Ghosh: তথাগতর বক্তব্য, "দিলীপকে রাজ্য সভাপতির পদে বসানো ভুল হয়েছিল।" দিলীপের শিক্ষাগত যোগ্যতা নিয়েও এবার প্রশ্ন তুললেন তথাগত। দিলীপকে ঠুকে মনে করালেন, ২০১৯ সালে তিন উপনির্বাচনে শূন্য পেয়েছিল বিজেপি, দলের কর্মীরা যখন মার খেতেন, তখন দিলীপ ঘোষ নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতেন।"

Tathagata Roy On Dilip Ghosh: দিলীপ ঘোষ কি তৃণমূলে? 'গন্ধ' পাচ্ছেন প্রাক্তন বিজেপি সভাপতি তথাগত রায়
দিলীপকে খোঁচা তথাগতরImage Credit: TV9 Bangla
| Updated on: May 02, 2025 | 7:55 PM
Share

কলকাতা: সস্ত্রীক দিলীপ ঘোষের দিঘার জগন্নাথ মন্দির দর্শন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ- যা নিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি! বিজেপি অন্দরে কার্যত আগুন! দিলীপের বিরুদ্ধে বিষোদগার দলেরই একের পর এক বিজেপি নেতার। দলেই দিলীপের সার্জিক্যাল স্ট্রাইক। এবার বোমা ছুড়লেন বিজেপি নেতা তথাগত রায়ও।

তথাগতর বক্তব্য, “দিলীপকে রাজ্য সভাপতির পদে বসানো ভুল হয়েছিল।” দিলীপের শিক্ষাগত যোগ্যতা নিয়েও এবার প্রশ্ন তুললেন তথাগত। দিলীপকে ঠুকে মনে করালেন, ২০১৯ সালে তিন উপনির্বাচনে শূন্য পেয়েছিল বিজেপি, দলের কর্মীরা যখন মার খেতেন, তখন দিলীপ ঘোষ নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতেন। ‘বৃদ্ধ, অবসরভোগী’ দিলীপের সুখী দাম্পত্য জীবনেরও কামনা করেন তিনি। পাশাপাশি দলকে সতর্ক করলেন, “একই ভুল যেন দল না করে।”

তথাগত খোঁচা দিয়ে বলেন, “নব বিবাহিত দম্পতিরা অনেক সময়েই একটা কোনও তীর্থস্থানে যান, সেটার মধ্যে আশ্চর্যের কিছু নেই।” তবে দিলীপ-মমতা সাক্ষাৎ নিয়ে দলের অন্দরেই কানাঘুষো শোনা যাচ্ছে, তৃণমূলে যোগ দিতে পারেন দিলীপ! কিছুটা সে বিতর্ক উস্কেই তথাগত বললেন, “এর মধ্যে যে রাজনীতির গন্ধটা রয়েছে, সেটাকে অস্বীকার করাটা খুব ন্যাকামি হবে। আমার মতো দুষ্টু লোকেরা এর মধ্যে রাজনীতির গন্ধটা পাচ্ছি। কোন পথে যে উনি চলেছেন, তারই একটা আভাস পাচ্ছি।”

তথাগতর এই বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল দিলীপ ঘোষকে। TV9 বাংলার প্রতিনিধি তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, “আপনার উত্তরসূরী তথাগত রায় গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন।” তার উত্তরে দিলীপ বলেন, “যার আর কোনও গতিই নেই, তাঁরা আবার গতিপ্রকৃতি নিয়ে কী প্রশ্ন তুলবেন! দিলীপ ঘোষের লাইফস্টাইল আপনারা জানেন। দিলীপ ঘোষ খোলা ময়দানে আকাশের নীচে বাস করেন। সকাল থেকে রাত মানুষের সামনে থাকেন, লুকানোর কিছু নেই। বাকিদের লাইফস্টাইল দেখুন, সকালের, রাতের লাইফস্টাইল।” দিলীপের পাল্টা প্রশ্ন, “যাঁরা আমাকে আজ সার্টিফিকেট দিচ্ছেন, তাঁরা সমাজের জন্য কী করেছেন? ”

শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-