কলকাতা: জামাইষষ্ঠীর পরদিনই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় (Road Accident) স্বামী-স্ত্রী দুজনেরই মৃত্যু হল শহরে। সূত্রের খবর, এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ বেহালার (Behala) দিক থেকে তারাতলার দিকে একটি স্কুটিতে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। পাঠক পাড়ার কাছে একটি সিগন্যালে দাঁড়ায় স্কুটিটি। তখনই আচমকা স্কুটিটির পিছনে সজোরে ধাক্কা মারে একটি ৪০৭ গাড়ি। স্কুটি সমেত চারচাকাটির তলায় ঢুকে যান ওই দম্পতি। রক্তে ভেসে যায় গোটা রাস্তা। ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ট্র্যাফিক পুলিশ।
রক্তাক্ত অবস্থায় স্বামী-স্ত্রী দুজনকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানেই মৃত্যু হয় মহিলার। অবস্থার অবনতি হওয়ায় তাঁর স্বামীকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। এদিন বিকালেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত মহিলার আনুমানিক বয়স পঞ্চাশের মধ্যে বলে জানা যাচ্ছে। তাঁর স্বামীর বয়স ষাটের উপরে।
ওই দম্পতির বাড়ি বিষ্ণুপুরে। মহিলার নাম রুহি আনা সুলতানা ৪৫। তাঁর স্বামীর নাম ফজলু রহমণ সর্দার। ইতিমধ্যেই তাঁদের বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে বেহালা থানার পুলিশ। আটক করা হয়েছে ঘাতক গাড়িটিকে। প্রসঙ্গত, বিগত কয়েকমাসে দফায় দফায় পথ দুর্ঘটনা ঘটেছে শহরে। গত মাসেই যাদবপুর থেকে করুণাময়ীগামী একটি সরকারি বাস দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হয় একজনের।