Terrorist: মেসেজে এসেছে পাকিস্তান থেকে, জাভেদ মুন্সীর মোবাইল থেকে বিস্ফোরক তথ্য

সিজার মণ্ডল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 24, 2024 | 10:54 AM

Terrorist: সেই মেসেজ এসেছে সরাসরি পাক অধিকৃত কাশ্মীরে থাকা লস্কর হান্ডলারদের কাছ থেকে। সূত্রের খবর, মেসেজ থেকে স্পষ্ট ওপার বাংলায় কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছিল জাভেদ। গোয়েন্দাদের সন্দেহ, সীমান্তের ওপর প্রান্তে সক্রিয় কোনও জেহাদি গোষ্ঠীর সঙ্গেই যোগাযোগের চেষ্টা।

Terrorist: মেসেজে এসেছে পাকিস্তান থেকে, জাভেদ মুন্সীর মোবাইল থেকে বিস্ফোরক তথ্য
জাভেদ মুন্সী
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এবং জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার নির্দেশেই এ রাজ্যে এসেছিল ক্যানিং থেকে ধৃত জঙ্গি জাভেদ মুন্সী। তেমনটাই মনে করছেন গোয়েন্দারা। কাশ্মীরের জাভেদ মুন্সী থেকে বাংলার শাদ রাদি। সামগ্রিকভাবে একই পরিকল্পনার অংশ বলে আশঙ্কায় গোয়েন্দারা।  জাভেদের মোবাইল থেকে পাওয়া কিছু মেসেজের ভিত্তিতে তেমনটাই করেছেন গোয়েন্দারা।

সেই মেসেজ এসেছে সরাসরি পাক অধিকৃত কাশ্মীরে থাকা লস্কর হান্ডলারদের কাছ থেকে। সূত্রের খবর, মেসেজ থেকে স্পষ্ট ওপার বাংলায় কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছিল জাভেদ। গোয়েন্দাদের সন্দেহ, সীমান্তের ওপর প্রান্তে সক্রিয় কোনও জেহাদি গোষ্ঠীর সঙ্গেই যোগাযোগের চেষ্টা। বাংলা সীমান্ত ব্যবহার করে অস্ত্র এবং বিস্ফোরক পাচারের পরিকল্পনা?

জাভেদকে জেরা করে সেই সম্ভবনা ওড়াতে পারছেন না গোয়েন্দারা। অন্যদিকে শাদ রাদি এবং তার সঙ্গীদের জেরা করে অসম পুলিশ জানতে পেরেছে IED বানানোর পরিকল্পনা ছিল আনসারুল্লা বাংলা টিমের ধৃত সদস্যদের।

শাদ রাজমহল এবং বীরভূমের খাদান এলাকায় গিয়েছিল জিলাটিন স্টিক জোগাড় করতে কয়েক মাস আগে। সেই সমস্ত মালপত্র কোথায়? পাকিস্তান এবং বাংলাদেশের আল কায়েদাপন্থী সংগঠনগুলির সমন্বয় বাড়ছে। সেই অনুযায়ী লস্কর, আনসারুল্লা বা জামাতুল মুজাহিদিন একই লক্ষ্যে কাজ করছে। তাই জাভেদ এবো শাদ রাদি আলাদা পরিকল্পনার অংশ নয় বলেই মনে করছেন গোয়েন্দারা।

Next Article