Attack on RG Kar: আরজি করে হামলায় ৯ অভিযুক্তকে আদালতে তুলল পুলিশ, ‘কড়া’ নির্দেশ বিচারকের

Supriyo Guha | Edited By: জয়দীপ দাস

Aug 16, 2024 | 4:54 PM

Attack on RG Kar: শুধু এই ৯ জনই নয়, আর জি কর এর ঘটনায় স্যোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগ উঠেছিল অভিজিৎ ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ।

Attack on RG Kar: আরজি করে হামলায় ৯ অভিযুক্তকে আদালতে তুলল পুলিশ, ‘কড়া’ নির্দেশ বিচারকের
আরজি করে ভাঙচুর
Image Credit source: Kolkata Police Facebook

Follow Us

কলকাতা: আরজি কর হাসাপাতালে তাণ্ডব ও ভাঙচুরের ঘটনায় এদিন শিয়ালদা আদালতে মোট ৯ অভিযুক্তকে পেশ করা হয়। ধৃত ৯ জনকে আগামী ২২ অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় টালা ও উল্টোডাঙা থানায় মামলা করেছে পুলিশ। এদিন উল্টোডাঙা থানার তরফে তিন জনকে পেশ করা হয় আদালতে। ধৃতদের তালিকায় রয়েছে দেবাশিস মণ্ডল, রাজু বাগ ওরফে পকাই, সুরজিৎ কর্মকার।

এই তিন জন বাইরে অর্থাৎ আরজি কর হাসপাতালের বাইরে রাস্তার ওপর হামলা ও তাণ্ডব চালিয়েছিল বলেই পুলিশ সূত্রে খবর। একইসঙ্গে টালা থানার তরফে ৬ জনকে এদিন শিয়ালদহ আদালতে পেশ করা হয়। ধৃতদের তালিকায় রয়েছেন প্রদীপ সেন ওরফে পাপাই, শুভদীপ কুণ্ডু ওরফে সানি, ঋষিকান্ত মিশ্র, শেখ শাজান, সৌরভ দে, সৌম্যদীপ ওরফে বুম্বা। একইসঙ্গে ডে ডু ডে রিপোর্ট তৈরির জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতে। যাবতীয় আপডেটের সঙ্গে তা জমা দিতে হবে আদালতে। 

শুধু এই ৯ জনই নয়, আর জি কর এর ঘটনায় স্যোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগ উঠেছিল অভিজিৎ ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ। এদিন তাঁকে শিয়ালদহ আদালতে তোলে পুলিশ। তাঁর তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

Next Article