Councillor Sudarshana Mukherjee: জানালার কাচ ভেঙে চুরি হয়েছিল কাউন্সিলরের বাড়িতে, সোনা-সহ ‘চোর’ ধরল পুলিশ

Susovan Bhattacharya | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 03, 2023 | 8:39 PM

Theft Case in Kolkata: গত ২৯ মে কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনার বাড়ির বাথরুমের কাচ ভেঙে বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা।

Councillor Sudarshana Mukherjee: জানালার কাচ ভেঙে চুরি হয়েছিল কাউন্সিলরের বাড়িতে, সোনা-সহ চোর ধরল পুলিশ
সুদর্শনা মুখোপাধ্য়ায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে সোনার গয়না, নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছিল চোর। এক মাস পর সেই চোরকে ধরল পুলিশ। সোমবার সুনীল মাইতি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে দেখা গিয়েছিল। সেই সূত্র ধরেই চলছিল তল্লাশি। এর আগে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তপন ঢালি নামে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। চুরির ঘটনায় এই নিয়ে দুজনকে গ্রেফতার করা হল। সুনীল মাইতির কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ গ্রাম সোনা।

গত ২৯ মে কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনার বাড়ির বাথরুমের কাচ ভেঙে বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। গয়না, টাকা তো চুরি যায়ই, এমনকী বাথরুম ও রান্নাঘরের কল পর্যন্ত চুরি করে নেওয়া হয়েছিল। এই ঘটনায় রীতিমতো বিস্ময় প্রকাশ করেছিলেন শাসক দলের কাউন্সিলর সুদর্শনা। তিনি দাবি করেছিলেন, তাঁর উন্নয়নমূলক কাজে বাধ সাধতেই কেউ এমনটা করেছে। পুলিশকে নিজের সন্দেহে কথাও জানিয়েছিলেন তিনি।

কাউন্সিলরের বয়ান অনুযায়ীই তদন্ত করছিল গড়িয়াহাট থানার পুলিশ। বাড়ি ও তার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়। এরপরই দুজনকে গ্রেফতার করা হল। সুনীলকে গ্রেফতার করা হয়েছে বেহালার ঘোসলাপুর থেকে। ধৃত দুষ্কৃতীদের আর কোনও উদ্দেশ্য ছিল কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

Next Article