CPIM: ধুন্ধুমার গৃহযুদ্ধ সিপিএমের অন্দরে, রাগে জেলা কমিটি থেকে পদত্যাগ ১৮ জনের

সৌরভ গুহ | Edited By: জয়দীপ দাস

Dec 22, 2024 | 11:14 AM

CPIM: পদত্যাগীদের তালিকায় রয়েছেন রাহুল ঘোষ, চন্দনা ঘোষ দস্তিদার, সাম্য গঙ্গোপাধ্যায়-সহ জেলা কমিটির পরিচিত মুখেরা। সুজন ঘনিষ্ঠ নেতাদেরও বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। পদত্যাগ করেছেন পদ্ম দাশগুপ্ত।

CPIM: ধুন্ধুমার গৃহযুদ্ধ সিপিএমের অন্দরে, রাগে জেলা কমিটি থেকে পদত্যাগ ১৮ জনের
ফাইল ফোটো

Follow Us

কলকাতা: ধুন্ধুমার গৃহযুদ্ধ লেগেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিআইএম পার্টিতে। জেলা কমিটি থেকে বাদ গেলেন একদা দোর্দণ্ড প্রতাপ খোকন ঘোষ দস্তিদার। কোনও ‘কারণ’ ছাড়াই বাদ আরও তিন। সূত্রের খবর, বাদ দেওয়া হয়েছে অনির্বাণ ভট্টাচার্য, রশিদ গাজী, অপূর্ব প্রামাণিকদের। খেলা এখানেই শেষ নয়। প্রতিবাদে সরব হয়েছেন কমিটির অন্যান্য সদস্যরা। খবর সামনে আসতেই পদত্যাগ করে ফেলেছেন আরও ১৮ জন। 

পদত্যাগীদের তালিকায় রয়েছেন রাহুল ঘোষ, চন্দনা ঘোষ দস্তিদার-সহ জেলা কমিটির পরিচিত মুখেরা। সুজন ঘনিষ্ঠ নেতাদেরও বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। পদত্যাগ করেছেন পদ্ম দাশগুপ্ত। সম্মেলন প্রকিয়া থেকে নিজেকে বিরত রাখলেন এসএফআই থেকে উঠে আসা বর্তমান বামেদের অন্যতম পরিচিত মুখ প্রতীকূর রহমান। এই প্রতীকূরকেই আবার শেষ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নামিয়েছিল সিপিএম। কিন্তু, সেই প্রতীকূর সম্মেলন প্রক্রিয়া থেকে বিরত থাকায় তা নিয়ে তৈরি হয়েছে চর্চা। 

ডামাডোলের মধ্যেই প্রতিবাদে সরব হয়েছেন সুজনের স্ত্রী। সূত্রের খবর, পদত্যাগ করে ফেলেছেন সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীও। এ ঘটনাকে কেন্দ্র করেই এখন তুমুল চর্চা বঙ্গ বামেদের অন্দরে।