Second Hooghly Bridge: এই ৩ দিন এড়িয়ে চলুন বিদ্যাসাগর সেতু
Second Hooghly Bridge: ৩৩ বছর আগে চালু হওয়া এই সেতুর সংস্কার প্রয়োজন। স্টে কেবল পরিবর্তন করা হবে। সেতুর বিয়ারিং বদলানো হবে। এর জন্য সার্ভের কাজ হবে শুক্র, শনি এবং রবিবার। ভোর সাড়ে ৪টে থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

কলকাতা: খিদিরপুরের দিক থেকে হাওড়া যাবেন। দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) পেরলেই হল। হাওড়ার দিক থেকেও পিজি, খিদিরপুরের দিকে আসতে দ্বিতীয় হুগলি সেতুকেই বেছে নেন যাত্রীরা। কিন্তু, ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত সকালের দিকে যদি এই সেতু পারাপার করার কথা ভাবেন, তবে আপনাকে ফিরে যেতে হবে। কারণ, এই তিনদিন ভোর সাড়ে চারটে থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। দ্বিতীয় হুগলি সেতুতে সংস্কারের কাজ চলবে। তার আগে সার্ভের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
কলকাতা থেকে হাওড়া যাওয়া। কিংবা হাওড়া থেকে কলকাতা আসা। হাওড়া ব্রিজ ও বিদ্যাসাগর সেতু ব্যবহার করেন যাত্রীরা। প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে বিদ্যাসাগর সেতু দিয়ে। ৩৩ বছর আগে, ১৯৯২ সালে এই সেতু চালু হয়। বর্তমানে কলকাতা ও হাওড়ার মধ্যে অন্যতম ব্যস্ত সড়কপথ এই সেতু। রাজ্যের সচিবালয় নবান্নে স্থানান্তরের পর বিদ্যাসাগর সেতুর গুরুত্ব আরও বেড়েছে।
৩৩ বছর আগে চালু হওয়া এই সেতুর সংস্কার প্রয়োজন। স্টে কেবল পরিবর্তন করা হবে। সেতুর বিয়ারিং বদলানো হবে। এর জন্য সার্ভের কাজ হবে শুক্র, শনি এবং রবিবার। ভোর সাড়ে ৪টে থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এই ৩ ঘণ্টা গাড়িগুলিকে ঘুরিয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে। ফলে ওই তিনদিন সকালে হাওড়া ব্রিজের উপর চাপ বাড়বে।





