AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC MP: রামকৃষ্ণের সাজে তৃণমূল সাংসদ, ভাইরাল ছবি, দেখে চেনার উপায় নেই!

TMC MP: রাজনৈতিক নেতাদের অভিনয় করার উদাহরণ কম নেই। একসময় রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত কংগ্রেস নেতা তথা অজিত পাঁজা। আর এবার সেই নটী বিনোদিনীতেই অভিনয় তৃণমূল সাংসদের।

TMC MP: রামকৃষ্ণের সাজে তৃণমূল সাংসদ, ভাইরাল ছবি, দেখে চেনার উপায় নেই!
Image Credit: Facebook
| Updated on: Jun 20, 2025 | 12:12 PM
Share

কলকাতা: বর্তমানে বাংলার রাজনীতিতে দাপুটে নেতাদের মধ্যে অন্যতম তিনি। শুধু সাংসদ নন, রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন তিনি। তবে পেশা রাজনীতি হলেও নেশা যে অভিনয়, সে প্রমাণ আগেও পেয়েছে বাঙালি দর্শক। ওটিটি প্লাটফর্মে বাংলা থ্রিলার সিরিজে তাঁর অভিনয় তাক লাগিয়েছিল দর্শকদের। আর এবার বড় পর্দায় সেই তৃণমূল নেতা।

বৃহস্পতিবার নিজের ফেসবুক ওয়ালেই ছবিটি শেয়ার করেছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। ক্যাপশনে লেখা ‘রামকৃষ্ণের সঙ্গে বিনোদিনী’। বিনোদিনী চরিত্রের সাজে দেখা যাচ্ছে টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তবে রামকৃষ্ণের ছবি দেখে প্রথমটায় চিনতে পারছেন না অনেকেই। সোশ্যাল মিডিয়ায় হু হু করে শেয়ার হচ্ছে সেই ছবি। ভরে যাচ্ছে কমেন্ট বক্স। এবার রামকৃষ্ণের ভূমিকায় দেখা যাবে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিককে।

ছবির নাম ‘লহ গৌরাঙ্গের নাম রে’। ছবির কথা আগেই সংবাদমাধ্যমের সামনে এনেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শুভশ্রী সেই ছবিতে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করছেন। এই ছবিতে আরও এক রাজনীতিক তথা মন্ত্রী রয়েছেন। গিরীশ ঘোষের চরিত্রে অভিনয় করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও ছবিতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম। আর এবার সামনে এল পার্থ ভৌমিকের ছবি।

উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’ সিরিজে পুলিশের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন পার্থ ভৌমিক। নিয়মিত থিয়েটারের সঙ্গেও যুক্ত তিনি।

আর পার্থ ভৌমিকের নতুন চরিত্র মনে করিয়ে দিচ্ছে আরও এক রাজনীতিকের কথা। কংগ্রেস নেতা অজিত পাঁজা দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। ব্রজেন কৃষ্ণ দে’র রচিত নটী বিনোদিনীকে নিয়ে রচিত নাটকে রামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন অজিত পাঁজা। অন্তত ২০ বার মঞ্চস্থ হয়েছিল সেই নাটক।