Threat Culture: আরজি করে থ্রেট কালচার: বহিষ্কৃত ১০ চিকিৎসক, নেওয়া হল আরও একাধিক কড়া পদক্ষেপ

Sourav Dutta | Edited By: সঞ্জয় পাইকার

Oct 06, 2024 | 6:13 AM

Threat Culture: তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে, পড়ুয়ারা অভিযুক্তদের কথা না শুনলে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হত। রাত তিনটের সময় হস্টেলের রুমে ডেকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগ দেওয়া ও সেই রাজনৈতিক দলের মিটিং-মিছিলে যোগ দিতে বাধ্য করা হত। পড়ুয়াদের বাবা-মার নামে খারাপ কথা বলা হত।

Threat Culture: আরজি করে থ্রেট কালচার: বহিষ্কৃত ১০ চিকিৎসক, নেওয়া হল আরও একাধিক কড়া পদক্ষেপ
একাধিক কড়া পদক্ষেপ করল কলেজ কাউন্সিল

Follow Us

কলকাতা: একের পর এক বিস্ফোরক তথ্য। আরজি করে কতটা গভীরে প্রবেশ করেছে থ্রেট কালচার? অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টই তা বলছে। শনিবার কলেজ কাউন্সিল তদন্ত কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। অভিযুক্তদের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে। ১০ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরজি করে থ্রেট কালচারে ৫৯ জন অভিযুক্তের নাম জড়িয়েছিল। ৫৯ জনের বিরুদ্ধে মোট ১৪ ধরনের অভিযোগ ওঠে। তিন দফার শুনানির পর তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণকে চারটি পর্যায়ে ভাগ করেছে তদন্ত কমিটি। ক্যাটেগরি ১এ-তে ১০ জন অভিযুক্তের নাম রয়েছে। ক্যাটেগরি ১বি-তে ২৭ জন অভিযুক্ত রয়েছেন। ক্যাটেগরি ২-তে রয়েছেন ১৬ জন। আর ৬ জন রয়েছেন ক্যাটেগরি তিনে।

তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে, পড়ুয়ারা অভিযুক্তদের কথা না শুনলে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হত। রাত তিনটের সময় হস্টেলের রুমে ডেকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগ দেওয়া ও সেই রাজনৈতিক দলের মিটিং-মিছিলে যোগ দিতে বাধ্য করা হত। পড়ুয়াদের বাবা-মার নামে খারাপ কথা বলা হত।

ক্যাটেগরি ১এ-তে ১০ জনের মধ্যে রয়েছেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সৌরভ পাল, আশিস পাণ্ডে, অভিষেক সেন, আয়ুশ্রী থাপা, নির্জন বাগচী, শরিফ হাসান, নীলাগ্নি দেবনাথ, অমরেন্দ্র সিংহ, সতপাল সিংহ, তনবীর আহমেদ কাজির নাম। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত আরজি কর থেকে তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ অভিযুক্তের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। কতজনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, তা অবশ্য স্পষ্ট করেনি কলেজ কাউন্সিল। ১০ অভিযুক্তের মধ্যে যাঁদের বিরুদ্ধে ব়্যাগিংয়ের অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অ্যান্টি ব়্যাগিং কমিটি। ৭২ ঘণ্টার মধ্যে ১০ অভিযুক্তকে হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তাঁদের রেজিস্ট্রেশন বাতিলের সুপারিশ করে নামের তালিকা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে পাঠানো হবে। নামের তালিকা পাঠানো হবে রাজ্য গ্রিভান্স সেলের কাছেও। এমনকি, ওই চিকিৎসকদের অভিভাবকদেরও ডেকে পাঠানো হবে।

দ্বিতীয় পর্যায়ে ২৭ জনের নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে মহিলা সহপাঠীদের যৌন হয়রানি, ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে। যার প্রেক্ষিতে অভিযুক্ত ২৭ জনকে ৭২ ঘণ্টার মধ্যে হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে যাঁরা চিকিৎসক পড়ুয়া, তাঁদের এক বছরের জন্য কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইন্টার্নদের অন্তত ৬ মাস সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় থাকা হাউসস্টাফদের হাউসস্টাফশিপ বাতিল করা হয়েছে। আর্থিক অনিয়মের অভিযোগে তাঁদের বিরুদ্ধে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ক্যাটেগরি ২-তে অভিযুক্ত ১৬ জনের বিরুদ্ধেও মহিলা সহপাঠীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ব়্যাগিংয়ের অভিযোগ রয়েছে। অভিযুক্ত ১৬ জন চিকিৎসক পড়ুয়াকে ছ’মাসের জন্য ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইন্টার্নদের তিন মাসের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাউস স্টাফদের হাউসস্টাফশিপ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাটেগরি তিনে অভিযুক্ত ৬ জনকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি তাঁদের অভিভাবকদের ডেকে পাঠানো হবে।

Next Article