Abhishek Banerjee: ‘ছোট্ট ট্রেলার ছিল, দিল্লির সিনেমা এখনও বাকি…’, জানিয়ে দিলেন অভিষেক

Aritra Ghosh | Edited By: Soumya Saha

Oct 04, 2023 | 9:43 PM

Abhishek Banerjee: দিল্লিতে গত দু'দিন ধরে একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে টানা আন্দোলনের সুর চড়িয়েছেন অভিষেক। রাজঘাটে, যন্তরমন্তরে, কৃষিভবনে... জাতীয় রাজনীতিতে তৃণমূলের অবস্থান আরও স্পষ্ট করেছেন তিনি। তবে আজ কলকাতায় ফিরে অভিষেক জানিয়ে দিলেন, গত দু'দিনে যা হয়েছে তা ছিল শুধুই ট্রেলার। সিনেমা এখনও বাকি।

Abhishek Banerjee: ছোট্ট ট্রেলার ছিল, দিল্লির সিনেমা এখনও বাকি..., জানিয়ে দিলেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: গত দু’দিন ধরে অভিষেকের নেতৃত্বে রাজধানীর বুকে প্রতিবাদ কর্মসূচি চালিয়েছে তৃণমূল। অভিষেকের হাত ধরে এই ‘মিশন দিল্লি’ ভীষণভাবে সফল বলেই মনে করছে তৃণমূলের নেতারা। তবে আজ কলকাতায় ফিরে অভিষেক জানিয়ে দিলেন, গত দু’দিনে যা হয়েছে তা ছিল শুধুই ট্রেলার। সিনেমা এখনও বাকি। বললেন, “দিল্লিতে যা হয়েছে, তা ছিল একটা ছোট্ট ট্রেলার। সিনেমা দু’মাস পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে দেখানো হবে। ৫০ হাজার, ১ লাখ লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির রাজপথে মিছিল হবে। অপেক্ষা করুন দু’মাস।”

উল্লেখ্য, দিল্লিতে গত দু’দিন ধরে একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে টানা আন্দোলনের সুর চড়িয়েছেন অভিষেক। রাজঘাটে, যন্তরমন্তরে, কৃষিভবনে… জাতীয় রাজনীতিতে তৃণমূলের অবস্থান আরও স্পষ্ট করেছেন তিনি। গতরাতে কৃষিভবন থেকে আটক হয়েছেন। অভিষেক-সহ তৃণমূলের প্রতিনিধিদলের সকলকে নিয়ে যাওয়া হয়েছিল পুলিশ লাইনে। আর কলকাতায় ফিরেই কেন্দ্রের বিরুদ্ধে আরও সুর চড়ালেন অভিষেক। তবে গত দু’দিন ধরে যা হয়েছে, তা শুধুই ট্রেলার বলেই জানাচ্ছেন অভিষেক।

এবার শারীরিক অসুস্থতার কারণে দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে থাকতে পারেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজধানী থেকেই অভিষেক জানিয়ে দিয়েছিলেন, দু’মাস পর আবার দিল্লি অভিযান হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আর আজ কলকাতায় ফিরে সেটাই মনে করিয়ে দিলেন অভিষেক।

যদিও বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলছেন, আসল সিনেমা বিজেপিই দেখাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর সাংবাদিক বৈঠকে লকেট বলেন, “তৃণমূল যতই চেষ্টা করুক, ২০২৪ সালের লোকসভা ভোটে বাংলায় বিজেপি ৩৫টিরও বেশি আসনে জিতবে এবং গোটা দেশে ৪০০-র বেশি আসনে জিতবে বিজেপি। যে যাই বলুক না কেন, আসল সিনেমায় সবাই দেখতে পাবে নরেন্দ্র মোদীর সরকারই আসছে।”

Next Article