AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: শুভেন্দুর ‘পাকিস্তানের হয়ে ব্যাট’ মন্তব্য, স্বাধিকার ভঙ্গের প্রস্তাব

Suvendu Adhikari: জানা গিয়েছে, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস এই সংক্রান্ত নোটিস স্পিকারের কাছে জমা দিয়েছেন। আগামিকাল রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে স্পিকার জানিয়েছেন। তবে স্বাধিকার ভঙ্গের প্রস্তাবকে গুরুত্ব দিতে নারাজ বিরোধী দলনেতা।

Suvendu Adhikari: শুভেন্দুর 'পাকিস্তানের হয়ে ব্যাট' মন্তব্য, স্বাধিকার ভঙ্গের প্রস্তাব
বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব শাসকদলেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 10, 2025 | 9:36 PM
Share

কলকাতা: সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব। সেই প্রস্তাবের উপর আলোচনাকে কেন্দ্র করেই মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। শাসকদলের কয়েকজন বিধায়ক বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। শাসকদলের এই স্বাধিকার ভঙ্গের নোটিসকে অবশ্য গুরুত্ব দিচ্ছেন না শুভেন্দু। তাঁর বক্তব্য, “উনি বলেছেন, তাই আমি বলেছি। আমায় চিঠি দেবে। আমি জবাব দেব।”

এদিন সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাবের উপর আলোচনাকে কেন্দ্র করে একাধিকবার শোরগোল হয় অধিবেশনে। পরে সাংবাদিকদের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “বিধানসভায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে আমি অধ্যক্ষ হিসাবে প্রস্তাব এনেছিলাম। তা নিয়ে আলোচনা হয়। পরে বিভিন্ন মিডিয়ায় দেখি, শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলেন, মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করেছেন। এটা দেখে আমি আহত হয়েছি। এটা নিয়ে প্রিভিলেজ জমা পড়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এটা সম্পূর্ণ অসত্য। পাকিস্তানের সপক্ষে বক্তব্য রাখা হয়, এমন কোনও শব্দ ব্যবহার করেননি মুখ্যমন্ত্রী। বাইরে বিরোধী দলনেতা যে বিবৃতি দিয়েছেন, তা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক।” আগামিকাল রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। জানা গিয়েছে, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস এই সংক্রান্ত নোটিস স্পিকারের কাছে জমা দিয়েছেন।

শাসকদলের আনা এই স্বাধিকার ভঙ্গের নোটিসকে গুরুত্ব দিতে নারাজ বিরোধী দলনেতা। এর আগে সাতবার তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে। এদিনের এই প্রস্তাব নিয়ে শুভেন্দু বলেন, “আবার বলছি, মুখ্যমন্ত্রী বলেছেন, পাকিস্তান কী করে UN-র ভাইস চেয়ারম্যান পায়, যেটা রাশিয়া পেয়েছে। পাকিস্তান কী করে IMF, ADB-র ঋণ পায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসিডিংয়ে রয়েছে। এসবের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সাফল্য, সম্মান জানানোর কী সম্পর্ক রয়েছে? উনি বলেছেন, তাই বলেছি। বলেছি, দেশের শত্রুর হয়ে ব্যাটিং করছেন।”

এরপরই তিনি বলেন, “সাতবার করেছে, আটবার করবে। আমি উত্তর দেব।” তাঁর বাইরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়, তাহলে ফিরহাদ হাকিম, উদয়ন গুহরা বাইরে যে কথা বলেছেন, তার কী হবে বলে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা।