TMC candidate list: রবিবার বড় ‘পুরস্কার’ পেতে চলেছেন কুণাল ঘোষ: সূত্র

সৌরভ গুহ | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 10, 2024 | 3:07 PM

Kunal Ghosh: আজ তৃণমূলের জনগর্জন সভা। সেই সভা থেকেই ২০২৪-এর লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল। এতদিন কালীঘাট থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করত ঘাসফুল শিবির। তবে এবার নয়া চমক। হাজার হাজার কর্মীদের মাঝেই তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

TMC candidate list: রবিবার বড় পুরস্কার পেতে চলেছেন কুণাল ঘোষ: সূত্র
কুণাল ঘোষ
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বেশ কয়েকদিন ধরেই দলের একাংশ নেতার বিরুদ্ধে বেসুরো ছিলেন কুণাল ঘোষ। ক্ষোভ উগরে দিয়েছিলেন কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দেগেছিলেন তোপ। নিজেই সরে দাঁড়িয়েছিলেন তৃণমূল মুখপাত্রর পদ থেকে। এমনকী দল তাঁকে শোকজও করে। তবে সূত্রের খবর, আসন্ন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী হতে পারেন কুণাল ঘোষ।

আজ তৃণমূলের জনগর্জন সভা। সেই সভা থেকেই ২০২৪-এর লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল। এতদিন কালীঘাট থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করত ঘাসফুল শিবির। তবে এবার নয়া চমক। হাজার হাজার কর্মীদের মাঝেই তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কানাঘুষো শোনা যাচ্ছে, কুণাল ঘোষকে সাংসদ পদের জন্য প্রার্থী করতে পারে তৃণমূল। তবে কোথা থেকে প্রার্থী করা হবে তা এখনও খোলসা করে জানানো হয়নি। কুণাল ছাড়াও দলে রয়েছে নয়া চমক। এবার প্রার্থী করা হতে পারে নতুন অনেক মুখকে। যেমন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য সহ একাধিক নয়া মুখ।

(সর্বশেষ আপডেট: তৃণমূল সূত্রে জানা গিয়েছিল কুণাল ঘোষ ২০২৪ লোকসভায় টিকিট পেতে পারেন। তবে ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ৪২ আসনের প্রার্থী তালিকায় তাঁর নাম শোনা যায়নি।)

Next Article