কলকাতা: রাত পোহালেই মেগা বৈঠকে বসতে চলছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একুশের নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করার পর এই প্রথম দলীয় বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে দলে একাধিক সাংগঠনিক বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। নেত্রী দলের খোলনলচে বদলে ফেলতে পারেন, এমন ইঙ্গিতও রয়েছে। তৃণমূল সূত্রে খবর, করোনার কারণে জনসমাগম যতটা কমিয়ে এই বৈঠক করা যায় তার উপরই জোর দেওয়া হচ্ছে। যে কারণে দু’ভাগে ভেঙে দু’টি বড় বৈঠক হবে।
প্রথমে দুপুর ২ টোয় তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। সেখানে সশরীরে উপস্থিত থাকবেন তৃণমূলের শীর্ষস্তরের নেতারা। এরপর দুপুর ৩ টের সময় আরেকটি বৈঠক হবে। সেই বৈঠকে তৃণমূলের সকল সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, মুখপাত্র এবং বাকি সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন। এই বৈঠকে বিপুল লোকসমাগম এড়াতে বৈঠকটি পুরোপুরি ভার্চুয়ালি অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর তৃণমূল সূত্রে। করোনার কারণে বৈঠকের আঙ্গিক বদল করা হলেও সাংগঠনিক রদবদলের বিষয়টি আগের মতোই গুরুত্ব পাবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: তৃণমূলে আরও গুরুত্বপূর্ণ পদে কি অভিষেকের অভিষেক, ৫ জুনের মেগা বৈঠকের আগে জোরাল জল্পনা
তবে এই বৈঠকের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বাদে যার দিকে গোটা রাজনৈতিক মহলের নজর আটকে রয়েছে তিনি অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশের ভোটে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গোটা দেশের বিজেপি নেতাদের ‘ভাইপো’ খোঁটা অতিক্রম করে তিনি যে রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছেন, তাতে দলের মূল সংগঠনে বড় পদ পাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা তৃণমূল যুব সভাপতির। এমনটাই মনে করছেন রাজনীতির কারবারিদের একটা বড় অংশ। ফলে আগামিকালের বৈঠকের পর অভিষেক ঘোষিতভাবে দলের সেকেন্ড ইন কমান্ড হবেন কি না, সেদিকেই নজর রাজ্যের রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: ‘রায় বাবু ও ব্যানার্জি পরিবারের’ দূরত্ব কমছে? মুকুল-অভিষেক ‘ঘনিষ্ঠতা’ নিয়ে বিস্ফোরক অর্জুন