Rabindra Bharati University: টাকার ভাগ নিয়ে ঝামেলা, রবীন্দ্রভারতীতে তৃণমূল নেতাকে পেটাল দলের নেতাই

সৌরভ গুহ | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 23, 2023 | 4:51 PM

Rabindra Bharati University: সারা মাস ধরে আবার কর্মীরাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সেই টাকা শোধ করে দেন। অভিযোগ, সন্দীপ গঙ্গোপাধ্যায় দাবি করেছেন তাঁকে ওই টাকা থেকে ভাগ দিতে হবে। নিমাইবাবু সেই টাকা দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করার অভিযোগ ওঠে।

Follow Us

কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে! টাকার ভাগ চাওয়া নিয়ে তৃণমূলের দুই শাসক নেতার ‘দ্বন্দ্ব’। অভিযোগ, টাকার ভাগ নিয়ে বেধড়ক মারধর করা হয় তৃণমূল নেতা নিতাই কর্মকারকে। কাঠগড়ায় আর এক শাসকদলের নেতা সন্দীপ গঙ্গোপাধ্যায়। বর্তমানে আরজিকর হাসপাতালে চিকিৎাধীন নিমাই কর্মকার। জানা গিয়েছে, প্রতিবছরই পুজো উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা ২৫ হাজার টাকা অগ্রিম তুলে থাকেন। সারা মাস ধরে আবার কর্মীরাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সেই টাকা শোধ করে দেন। অভিযোগ, সন্দীপ গঙ্গোপাধ্যায় দাবি করেছেন তাঁকে ওই টাকা থেকে ভাগ দিতে হবে। নিমাইবাবু সেই টাকা দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করার অভিযোগ ওঠে।

নিমাই কর্মকার বলেন, “গত ২০ তারিখ পুজো অ্যাডভান্স নেওয়ার সময় সন্দীপ গঙ্গোপাধ্যায় সদলবলে আমার মারধর করেন। আমায় জোর করে টাকা ফেরত দেওয়ার জন্য।” যদিও, সন্দীপ গঙ্গোপাধ্যায় অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, “উনি হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন। এরম টাকা চাওয়ার অভিযোগ আগে কেউ করেনি। এটা পরিকল্পিতভাবে করানো হচ্ছে।”

উল্লেখ্য, ডিসেম্বর মাস নাগাদ কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ইউনিয়ন নির্বাচন হতে পারে। তার আগে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে কোথাও ফেস্টের নাম করে চাঁদা আদায়, বা তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্মচারি ইউনিয়নগুলির দ্বন্দ্ব যেভাবে সামনে আসছে তা যে বিপদজনক বলার অপেক্ষা রাখে না।

 

কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে! টাকার ভাগ চাওয়া নিয়ে তৃণমূলের দুই শাসক নেতার ‘দ্বন্দ্ব’। অভিযোগ, টাকার ভাগ নিয়ে বেধড়ক মারধর করা হয় তৃণমূল নেতা নিতাই কর্মকারকে। কাঠগড়ায় আর এক শাসকদলের নেতা সন্দীপ গঙ্গোপাধ্যায়। বর্তমানে আরজিকর হাসপাতালে চিকিৎাধীন নিমাই কর্মকার। জানা গিয়েছে, প্রতিবছরই পুজো উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা ২৫ হাজার টাকা অগ্রিম তুলে থাকেন। সারা মাস ধরে আবার কর্মীরাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সেই টাকা শোধ করে দেন। অভিযোগ, সন্দীপ গঙ্গোপাধ্যায় দাবি করেছেন তাঁকে ওই টাকা থেকে ভাগ দিতে হবে। নিমাইবাবু সেই টাকা দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করার অভিযোগ ওঠে।

নিমাই কর্মকার বলেন, “গত ২০ তারিখ পুজো অ্যাডভান্স নেওয়ার সময় সন্দীপ গঙ্গোপাধ্যায় সদলবলে আমার মারধর করেন। আমায় জোর করে টাকা ফেরত দেওয়ার জন্য।” যদিও, সন্দীপ গঙ্গোপাধ্যায় অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, “উনি হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন। এরম টাকা চাওয়ার অভিযোগ আগে কেউ করেনি। এটা পরিকল্পিতভাবে করানো হচ্ছে।”

উল্লেখ্য, ডিসেম্বর মাস নাগাদ কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ইউনিয়ন নির্বাচন হতে পারে। তার আগে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে কোথাও ফেস্টের নাম করে চাঁদা আদায়, বা তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্মচারি ইউনিয়নগুলির দ্বন্দ্ব যেভাবে সামনে আসছে তা যে বিপদজনক বলার অপেক্ষা রাখে না।

 

Next Article