Kunal Ghosh: বাংলার নারীদের স্বনির্ভরতাকেই পুজোর থিম কুণালের

সৌরভ গুহ | Edited By: সায়নী জোয়ারদার

Aug 30, 2024 | 3:01 PM

Durga Puja: আরজি করকাণ্ডের প্রতিবাদে অনেক পুজো কমিটিই পুজোর অনুদান ফেরত দিচ্ছে। পুজোর অনুদান ফেরানো নিয়ে এদিন শশী পাঁজা বলেন, "দুর্গাপুজা এখন বড় অর্থনীতির বিষয়। ক্রিয়েটিভ ইকোনমি। অনুদান নেব না বললে হয় না। বহু পরিবার এই অর্থনীতির সঙ্গে জড়িয়ে আছে, এটা মনে রাখতে হয়।

Kunal Ghosh: বাংলার নারীদের স্বনির্ভরতাকেই পুজোর থিম কুণালের
সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: নারী নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে তোলপাড় চলছে বাংলায়। আরজি করের ঘটনার প্রতিবাদে অনেকেই সরকারের দেওয়া পুজোর অনুদান ফেরাচ্ছে। সেই আবহেই মহিলাদের স্বনির্ভরতাকে থিম হিসাবে বেছে নিলেন কুণাল ঘোষ। কুণাল সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সারা বাংলায় মহিলার স্বনির্ভরতা, কর্মসংস্থানের চাবিকাঠি স্বনির্ভর গোষ্ঠী। সেই মা বোনেদের শিল্পকথা নিয়েই রামমোহন সম্মিলনীর এবারের পুজোর থিম ‘সম্পন্না’।’ বৃহস্পতিবার রামমোহন সম্মিলনীর থিমের উদ্বোধন হয়ে গেল। থিমের উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী বিরবাহা হাঁসদা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

রামমোহন সম্মিলনীর পুজোর সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে কুণাল ঘোষ। এই পুজোকে সকলে কুণাল ঘোষের পুজোই বলে। এবার সেখানেই পুজোর থিম ‘সম্পন্না’। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বানানো বিভিন্ন জিনিসকে শোকেস করা হবে এই পুজো মণ্ডপে।

বিরবাহার অনুরোধ, পুজোর কেনাকাটা স্বনির্ভর গোষ্ঠী থেকেই করুক সকলে। সঙ্গে বীরবাহার ঘোষণা ও শশী পাঁজার সংযোজন, শিগগিরই অনলাইনে পাওয়া যাবে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি শাড়ি, গয়না, হাতের কাজ, সাবান, নানারকম খাদ্য ও অন্যান্য সামগ্রী।

পুজোর অনুদান ফেরানো নিয়ে এদিন শশী পাঁজা বলেন, “দুর্গাপুজা এখন বড় অর্থনীতির বিষয়। ক্রিয়েটিভ ইকোনমি। অনুদান নেব না বললে হয় না। বহু পরিবার এই অর্থনীতির সঙ্গে জড়িয়ে আছে, এটা মনে রাখতে হয়।

Next Article