
রাত ৩ টে ২০ মিনিটে গ্রেফতার করে বাড়ি থেকে বের করা হয় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। সল্টলেকের বি সি ব্লকের বাড়ি থেকে তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় ইডি-র দফতর অর্থাৎ সিজিও কমপ্লেক্সে। সেখানেও এক দফা জেরা চলছে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার সকাল থেকে একটানা ২১ ঘণ্টার তল্লাশি চলে মন্ত্রীর বাড়িতে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।
গভীর চক্রান্তের শিকার। কোর্ট লকআপ থেকে এজলাসে যাওয়ার সময় বললেন জ্যোতিপ্রিয় মল্লিক। শুভেন্দু অধিকারীর চক্রান্তের শিকার বলে সরাসরি বললেন জ্যোতিপ্রিয়।
মাত্র ২ বছরে জ্যোতিপ্রিয় মল্লিকের আয় বেড়েছে ২ হাজার শতাংশ। কীভাবে এই আর্থিক উন্নতি উঠছে প্রশ্ন। নির্বাচন কমিশনকে দেওয়া বালুর হলফনামা থেকে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সবিস্তারে পড়ুন: মাত্র ২ বছরে আয় বেড়েছে ২ হাজার শতাংশ, কোন ম্যাজিকে ‘সম্পত্তি ফুলে কলাগাছ’?
মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারের দীর্ঘদিনের সঙ্গী জ্যোতিপ্রিয় মল্লিক। দীর্ঘদিন ধরে উত্তর ২৪ পরগনার জেলা রাজনীতি সামলে এসেছেন তিনি। বলা ভাল, এ জেলার রাজনীতি তাঁর নখদর্পণে। ঠিক যেমন বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল ছিলেন সর্বেসর্বা। তবে এক বছর ধরে অনুব্রত তিহাড় জেলে বন্দি। ওয়াকিবহাল মহলের মতে, বীরভূমের রাজনীতি থেকে ক্রমেই ফিকে হচ্ছেন দোর্দণ্ডপ্রতাপ এই নেতা। জ্যোতিপ্রিয়র গ্রেফতারিও উস্কে দিচ্ছে, সে প্রশ্নই। তবে কি এবার বালুও আবছা হতে শুরু করবেন উত্তর ২৪ পরগনার রাজনীতি থেকে? সবিস্তারে পড়ুন: কেষ্টর মতো বালুও কি জেলার সংগঠন থেকে আবছা হবে এবার?
বাকিবুর রহমানের বয়ানে বিপদ বাড়ল বালুর। সূত্রের খবর, বাকিবুর জেরায় দাবি করেছেন, ১২ কোটি টাকার ৩টি কোম্পানি কিনতে বলেছিলেন বালু। লোন স্বরূপ টাকা জোগাড় করেছিল বাকিবুর। কিন্তু সেই টাকা বালু ফেরত দেননি।
প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ অনুগামী বলে পরিচিত জ্যোতিপ্রিয় মল্লিক। মমতার ঘনিষ্ঠ বৃত্ত থেকে কখনই তাঁর নাম বাদ পড়েনি। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনওদিন কোনও বাঁকা মন্তব্যও করেননি জ্যোতিপ্রিয়।
বিস্তারিত পড়ুন: আইনের ছাত্র থেকে মমতার একনিষ্ঠ সৈনিক, কীভাবে উত্থান বালুর?
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিয়ে যাওয়ার সময়েও ষড়যন্ত্রের তত্ত্বের কথা শোনা গেল তাঁর মুখে। এবার সরাসরি বিরোধী দলনেতার নাম নিলেন তিনি।
বিস্তারিত পড়ুন: ‘ষড়যন্ত্র করেছেন শুভেন্দু অধিকারী’, গ্রেফতার হওয়ার পর বিস্ফোরক বালু
গতকাল, দুপুর আড়াইটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা হুঁশিয়ারি দেন, বালুর কিছু হলে বিজেপি ও ইডি-র বিরুদ্ধে এফআইআর করবেন তিনি। তাঁর এই বক্তব্যের ১২ ঘণ্টা পর ইডি-র হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক।
বিস্তারিত পড়ুন: মমতা আশঙ্কা প্রকাশ করার ১২ ঘণ্টা পরই গ্রেফতার জ্যোতিপ্রিয়, জল্পনা রাজনীতির অন্দরে
রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানের ইডি হেফাজত শেষ হচ্ছে আগামিকাল। আর গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তাঁদের দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। তবে কেন্দ্রীয় সংস্থার হাতে আর খুব বেশি সময় নেই। সূত্রের খবর, ব্যাঙ্কশাল আদালতে পেশ করে মন্ত্রীকে নিজেদের হেফাজতে চাইবে ইডি। আজই বাকিবুরের সঙ্গে মন্ত্রীকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলেও ইডি সূত্রে জানা যাচ্ছে।
সিজিও কমপ্লেক্স থেকে বের করে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে। আরও একবার সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে তাঁকে বলতে শোনা গেল, ‘ষড়যন্ত্র হয়েছে। চক্রান্ত হয়েছে।’ তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। পরে পেশ করা হবে ব্যাঙ্কশাল কোর্টে।
মন্ত্রীকে যখন গ্রেফতার করা হয়, তখন সংবাদমাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হয়, ‘কী বলবেন?’ ইডি-র গাড়ি থেকে গলা বের করে বালুকে বলতে শোনা যায়, ‘গভীর ষড়যন্ত্রের শিকার হলাম।’ শুধু ষড়যন্ত্রের তত্ত্ব নয়, বিজেপির নামও শোনা গিয়েছে তাঁর মুখে।
বিস্তারিত পড়ুন: ‘গভীর ষড়যন্ত্রের শিকার হলাম’, CGO-তে যাওয়ার পথে বললেন বালু
জানা যাচ্ছে, সিজিও কমপ্লেক্স থেকে বের করে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। কোথায় পরীক্ষা করানো হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দফতরের বাইরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ক্রমশ বাড়তে শুরু করেছে। এরপর দুপুরে তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
ইডি সূত্রে খবর, সিজিও কমপ্লেক্সে নিয়ে এসে ফের একদফা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। রেশন দুর্নীতি মামলার তদন্ত যাঁর নেতৃত্বে হচ্ছে, ইডি-র সেই ইনভেস্টিগেটিং অফিসার সেখানে উপস্থিত রয়েছেন। এর আগে বাড়িতে জিজ্ঞাসাবাদের সময় অনেক প্রশ্নের উত্তর মন্ত্রী দিতে অস্বীকার করেন বলে অভিযোগ।