Jyotipriya Mallick: মাত্র ২ বছরে আয় বেড়েছে ২ হাজার শতাংশ, কোন ম্যাজিকে ‘সম্পত্তি ফুলে কলাগাছ’?

Jyotipriya Mallick: ২০২১ সালে নির্বাচন কমিশনে জ্যোতিপ্রিয় মল্লিক যে হলফনামা জমা দেন, তাতে ২০১৫-১৬ সালে তাঁর রোজগার ছিল ২,৪০,৯১৭ টাকা। ২০১৬-১৭ সালে তা বেড়ে হয় ১১,৯৮,১৪৮ টাকা। ২০১৭-১৮ সালে ১২,৪০,২৫৫ টাকা। ২০১৮-১৯ সালে ৫১,৯৩৫৭৬ টাকা। ২০১৯-২০ সালে ৪০,২১,৯১০ টাকা।

Jyotipriya Mallick: মাত্র ২ বছরে আয় বেড়েছে ২ হাজার শতাংশ, কোন ম্যাজিকে 'সম্পত্তি ফুলে কলাগাছ'?
জ্যোতিপ্রিয় মল্লিক। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2023 | 2:59 PM

কলকাতা: ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে তিনি বনমন্ত্রী, এর আগে ছিলেন খাদ্যমন্ত্রী। রেশন বণ্টন দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় রাজ্যের বনমন্ত্রীও। এরকম এক হেভিওয়েট নেতার গ্রেফতারিতে শোরগোল রাজ্যজুড়ে। তৈরি হয়েছে রাজনৈতিক তরজাও।

২০২১ সালে নির্বাচন কমিশনে জ্যোতিপ্রিয় মল্লিক যে হলফনামা জমা দেন, তাতে ২০১৫-১৬ সালে তাঁর রোজগার ছিল ২,৪০,৯১৭ টাকা। ২০১৬-১৭ সালে তা বেড়ে হয় ১১,৯৮,১৪৮ টাকা। ২০১৭-১৮ সালে ১২,৪০,২৫৫ টাকা। ২০১৮-১৯ সালে ৫১,৯৩৫৭৬ টাকা। ২০১৯-২০ সালে ৪০,২১,৯১০ টাকা।

হলফনামা বলছে, ২০১৯-২০ অর্থবর্ষে জ্যোতিপ্রিয়র আয়কর দফতরকে দেওয়া হিসাব অনুযায়ী রোজগার ৪০ লক্ষ টাকা। স্ত্রীর আয় ১৮ লক্ষ টাকা। জ্যোতিপ্রিয়র নিজের নামে ১৪টি ব্যাঙ্ক অ্য়াকাউন্ট। স্ত্রীর নামে ৭টি। জ্যোতিপ্রিয়র ১২টি ফিক্সড ডিপোজিটেরও উল্লেখ রয়েছে হলফনামায়। অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকার উপরে। স্ত্রীর নামে অস্থাবর সম্পত্তি রয়েছে ২ কোটি টাকার উপরে।

সল্টলেকের সামন্ত কোঅপারেটিভ দেব ব্যাঙ্ক লিমিটেডে ২০টি অ্যাকাউন্টে আরও প্রায় ৫০ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটের উল্লেখ রয়েছে। স্ত্রীর ৪টি ফিক্সড ডিপোজিটে প্রায় ৩০ লক্ষ টাকা। সামন্ত সমবায় ব্যাঙ্কে বিপুল শেয়ার রয়েছে জ্যোতিপ্রিয়র নামে। ১০ বছরে কার্যত লাফিয়ে বেড়েছে মল্লিক দম্পতির সরকারিভাবে ঘোষিত আয়।